অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ : বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বে কোনও যোগাযোগ নেই। এই দূরত্ব না মিটলে কোনওভাবেই পশ্চিমবঙ্গে তাদের ভাল করা সম্ভব নয়। আসলে বিজেপির কোনও নীতিই নেই। এই ভাবেই বিজেপি দলের বর্তমান অবস্থাকে বর্ণনা করলেন রায়গঞ্জের সদ্য বিজেপি ত্যাগী বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তাঁর মতে, পশ্চিমবঙ্গে দল যেভাবে চলছে তা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে স্পষ্ট নয়। যার ফলে লাগাতার ভাঙন চলছে। একই ভাবে চলতে থাকলে আগামীতেও ফলাফল খুব একটা ভাল হবে না।
আরও পড়ুন-হেমন্তের ঘ্রাণে আসছে পরিযায়ীরা
গত বিধানসভা নির্বাচনে ভাল নেতৃত্বের অভাবেই দলকে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল। সম্প্রতি দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন কৃষ্ণ কল্যাণী। জেলার সভাপতি এবং এলাকার সাংসদের প্রতি একরাশ ক্ষোভ ব্যক্ত করে তিনি দল ছেড়েছিলেন। এখনও পর্যন্ত অন্য কোনও দলে যোগ দেননি তিনি। যদিও বিধায়ক হিসেবে কাজ করতে সেক্ষেত্রে তেমন কিছু অসুবিধা হচ্ছে না বলেই দাবি করেছেন তিনি। যেভাবে কাজ করেছিলেন একইভাবে তিনি কাজ করে যাচ্ছেন। তবে বিজেপি দলের রাজ্য কমিটিকে সরাসরি তীর্যক মন্তব্য করেননি তিনি। তাঁর দাবি, বিজেপির রাজ্য সভাপতি এবং বিধানসভায় বিরোধী দলনেতা দু’জনেই সমান ভাবে দল চালাচ্ছেন। কর্মীরা কোনও ধরনের কোনও সমস্যা হলে সরাসরি রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে থাকেন সেটা ঠিকই। কিন্তু সব সময় সঠিক সমাধান পাওয়া যায় না। তবে তৃণমূল কংগ্রেসে যোগদানের বিষয়ে এখনও ধোঁয়াশা রেখে চলেছেন বিধায়ক। তিনি বলেন, ‘‘সবকিছুই সময়মতো জানতে পারবেন। বিজেপি দল বর্তমানে যে রাজ্যে উপযুক্ত কোনওভাবেই নয় তা বিগত বিধানসভার ফলাফলেই সবাই জানতে পেরেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কোনও নেতা এখনও বিজেপিতে নেই।’’