নেতাজি ইন্ডোরে (Netaji Indoor stadium) পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র আক্রমণ করেন। এদিন তিনি বলেন, ‘আমাদের বাড়িতে রোজই অত্যাচার করছে। না জানিয়ে যখন তখন তল্লাশি করা হচ্ছে। একটা ছেলে দুদিন আগে না জানিয়ে এল, তারপরই শুরু করে দিয়েছে। তালা ভেঙে ঢুকে যাচ্ছে’।
আরও পড়ুন-ব়্যাগিং রুখতে ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী
এই ইস্যুতে অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, ‘তুমি যে বাড়িতে বিস্ফোরক রেখে যাচ্ছো না, কে তার গ্যারান্টি দেবে? তুমি যে বন্দুক রেখে যাচ্ছো না, বাক্স ভরে টাকা রেখে যাচ্ছো না, কে দেখবে? আমাদের পরিবারকে বারবার টার্গেট করা হচ্ছে। এখন পিঁপড়ে কামড়ালেও ইডি-সিবিআই পাঠাচ্ছে’।
আরও পড়ুন-বিধানসভায় হঠাৎই অসুস্থ মলয় ঘটক, কী হয়েছে তাঁর?
এদিন মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে স্পষ্ট করেই বলেন, ‘ছেলেটা সবে বিদেশ থেকে ফিরেছে। সকাল ৬টায় আমি খবর পেলাম বাবুরা বেরিয়েছেন। ধরুন আমার বাড়িতে কেউ গেল। বা আমি কারও বাড়িতে পুলিশ পাঠালাম। নিয়ম হল একটা পরোয়ানা থাকবে, বা বাড়ির লোকেদের ডেকে কথা বলবে। রেড করতে হলে বাড়ির লোক থাকবে। অনেকে আছে ধরুন ইংরাজি ভালো জানে না বা বাংলায় ভালো ড্রাফট করতে পারে না। তারা আইনজীবীর সাহায্য নেয়। তুমি একটা জায়গায় যাচ্ছো রেড করতে। তালা ভেঙে ঢুকছো। জানাচ্ছো না। ধরুন বাইচান্স সে নেই বাড়িতে। বন্ধ। আর তাতে যদি কেউ চা করার লোকও থাকে তাকেও ঘর থেকে বার করে দিচ্ছো। তুমি কোনও সাক্ষী রাখছ না’।
আরও পড়ুন-ফের অতিভারী বৃষ্টির পূর্বাভাস হিমাচল-উত্তরাখণ্ডে, জারি কমলা সতর্কতা
তিনি আরও বলেন, ‘এটাও তো হতে পারে আমরা যদি কাল্পনিকভাবে ধরে নিই। আমার বাড়িতে গেল আমাকে জানাল না। আমার তো একটা সিকিওরিটির প্রবলেম আছে। সিকিওরিটির প্রবলেম যে কারও আছে। তুমি যে একটা এক্সপ্লোসিভ রেখে যাচ্ছ না কে তার গ্যারান্টি হবে? তুমি নিজে ঢুকছো, নিজে করছো। তুমি যে লুকিয়ে একটা বন্দুক রেখে যাচ্ছ না কে গ্যারান্টি নেবে? তুমি যে কয়েক কোটি টাকা নিজে বাক্সে করে নিয়ে ঢুকছো না…. জানাবার কোনও জায়গা নেই। যা ইচ্ছে তাই করব। অর্থাৎ এটা আইনি নয়’।