ব়্যাগিং রুখতে ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী

কোনও পড়ুয়া ব়্যাগিং-এর শিকার হলে এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন। সকলের সুরক্ষায় ওই নম্বর চালু করা হয়েছে।

Must read

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র-মৃত্যুর পর ব়্যাগিং নিয়ে তৎপর রাজ্য। আজ, মঙ্গলবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের মাঝেই ছাত্রছাত্রী সুরক্ষা ও যেকোন শিক্ষা প্রতিষ্ঠানে ব়্যাগিং আটকাতে এবার ২৪ ঘণ্টার জন্য নতুন হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও পড়ুয়া ব়্যাগিং-এর শিকার হলে এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন। সকলের সুরক্ষায় ওই নম্বর চালু করা হয়েছে।

আরও পড়ুন-বিধানসভায় হঠাৎই অসুস্থ মলয় ঘটক, কী হয়েছে তাঁর?

প্রসঙ্গত, কিছুদিন আগেই যাদবপুরের মেন হস্টেলের তিন তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার। ব়্যাগিং আটকাতে রাজ্য এই বিষয়ে কতটা তৎপর, সেই নিয়ে প্রশ্ন করেন অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ।

২২ অগস্ট, আজ থেকেই ২৪ ঘণ্টার জন্য খুলে দেওয়া হল ওই নম্বর। পুলিশের তরফে জানানো হয়েছে, ব়্যাগিং এর ঘটনা ঘটলে দিনের যে কোনও সময় ওই নম্বরে ফোন করা যাবে। জেলায় জেলায় যে অ্যান্টি-ব়্যাগিং কমিটি আছে, তাদেরকে বিষয়টি জানানো হবে। সেখান থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হবে।

আরও পড়ুন-ফের অতিভারী বৃষ্টির পূর্বাভাস হিমাচল-উত্তরাখণ্ডে, জারি কমলা সতর্কতা

এই বিষয়ে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল জানান, সারারাজ্যের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ব়্যাগিং সংক্রান্ত অভিযোগ এই টোল ফ্রি হেল্পলাইন এ ফোন করে জানানো যাবে। নিরাপত্তার স্বার্থে অভিযোগকারীর নাম গোপন রাখা হবে।

Latest article