আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) দুর্গাপুজোর (Durga Puja) জন্য পুজো কমিটিগুলোর জন্য অনুদানের পরিমাণ বাড়াল রাজ্য সরকার (West Bengal Government)। এই বছরের জন্য পুজো কমিটি পিছু ৭০ হাজার টাকা অনুদান দেবে রাজ্য সরকার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৬০ হাজার টাকা থেকে আরও ১০ হাজার বাড়িয়ে পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে এদিন। তাছাড়া, বিদ্যুতের বিল এক চতুর্থাংশ মকুব ও দমকলের ব্যবস্থা বিনামূল্যে করা হয়েছে রাজ্যের তরফে।
আরও পড়ুন-‘আমাদের বাড়িতে রোজই অত্যাচার করছে’ কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা মুখ্যমন্ত্রীর
এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকারের হাতে একদম টাকা নেই’। তবু এদিন ক্লাব কমিটিগুলোকে ভালভাবে পুজো করার জন্য উৎসাহ দিয়ে আনুদান বাড়ানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা ২৫ হাজার টাকা অনুদান দেওয়া শুরু করেছিলাম। তারপর করোনাকালে পুজো করতে পুজো কমিটিগুলো প্রচণ্ড সমস্যায় পড়েছিল, সে কথা মাথায় রেখেই তা বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছিল। গত বছর যা করা হয়েছিল ৬০ হাজার।’
আরও পড়ুন-ব়্যাগিং রুখতে ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মজার ইঙ্গিত দিয়েই হঠাৎ করে বলেন, ‘করোনা তো চলে গিয়েছে, এবার তাহলে অনুদান অর্ধেক করে দিই।’ তারপরেই যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দের সঙ্গেই ঘোষণা করেন, ‘৬০ হাজার থেকে বাড়িয়ে চলতি বছরে ৭০ হাজার টাকা করে দেওয়া হবে পুজো কমিটিগুলোকে।’
আরও পড়ুন-বিধানসভায় হঠাৎই অসুস্থ মলয় ঘটক, কী হয়েছে তাঁর?
রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো কমিটিগুলোকে অনুদানের বিষয় আদালতে যেতে পারে এই আশঙ্কা থেকেই মুখ্যমন্ত্রী বলেন, ‘কয়েকটা আরশোলা বসেই রয়েছে কোর্টে পিআইএল করবে বলে। পুজো কমিটিগুলোকে টাকা দিয়ে কিনছি এমনটা কিন্তু নয়। ‘ডাকলে সবাইকে পাব তো ?’
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই বছর, ২৬ অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। ২৭ অক্টোবর লক্ষ্মীপুজোর আগের দিন পুজো কার্নিভাল হবে কলকাতাসহ জেলায় জেলায়।