ইতিহাস গড়ল ভারত। বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের ‘কুমেরু’ জয় ভারতের। ঘড়ির কাটায় ৬ টা ৪ মিনিটেই চাঁদের দক্ষিণ মেরুতে মাটিতে পা রাখল চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। সফল অবতরণ করল বিক্রম। এই সাফল্যকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “চন্দ্রযান-৩-এর (Chandrayaan-3) অসাধারণ সাফল্যকে অভিনন্দন! চাঁদে সফলভাবে চন্দ্রযানের ল্যান্ডিংয়ের জন্য শুভেচ্ছা! আমাদের বিজ্ঞানীরা দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির সাক্ষ্য দিয়েছেন। ভারত এখন মহাকাশের সুপার লিগে। অভিযানের সঙ্গে যুক্ত সকল অংশীদারদের আন্তরিক অভিনন্দন।“ এই মুহূর্তটি উদযাপন করার জন্য সকলকে আহ্বানও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
Hail Chandrayaan-3!
Hail its stupendous success!!
Hail @isro!!
Hail our nation's magnificent achievement in sending an exploration mission successfully to the Moon!!Our scientists have testified the country's scientific and technological progress. India is now in the super…
— Mamata Banerjee (@MamataOfficial) August 23, 2023
অন্যদিকে ইসরোকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তিনি লিখেছেন, ভারতকে গর্বিত করার জন্য ISRO-কে ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের তরফে ট্যুইট করে বলা হয়েছে, প্রতিটি ভারতীয়ের জন্য একটি গর্বের মুহূর্ত! ইসরোকে আন্তরিক অভিনন্দন জানাই এমন একটি কৃতিত্ব অর্জনের জন্য। ইতিহাস সৃষ্টিতে তাদের অবিরাম অবদানের জন্য চন্দ্রযান-৩ টিমকে আমাদের শুভেচ্ছা!”
.@isro Thank you for making INDIA proud 🌕🛰️🚀
Jai Hind 🇮🇳
— Abhishek Banerjee (@abhishekaitc) August 23, 2023
A Proud Moment for Every Indian!
Heartiest congratulations to @isro for accomplishing such a monumental achievement.
Our best wishes to Team Chandrayaan-3 for their endless contributions towards creating history! pic.twitter.com/g4WwoCzLa8
— All India Trinamool Congress (@AITCofficial) August 23, 2023
বিক্রমের সফট ল্যান্ডিংয়ের ঠিক ২ ঘণ্টা পর নামবে রোভার প্রজ্ঞান। রাশিয়া, আমেরিকা ও চিনের পর চাঁদে সফট ল্যান্ডিং করা ভারত বিশ্বের চতুর্থ দেশ। ১৪ জুলাই থেকে ভারতবাসীর নজর ছিল চন্দ্রযান-৩-এর দিকে। যানের বিক্রমের অবতরণের অপেক্ষায় ছিল দেশবাসী। আজ সেই অপেক্ষার অবসান হল। উচ্ছ্বসিত দেশবাসী।
আরও পড়ুন- চাঁদের মাটি ছুঁল চন্দ্রযান-৩: সফল অবতরণ বিক্রমের, চতুর্থ স্থানে ভারত