সফল ল্যান্ডিং: চন্দ্রযান-৩ টিমকে শুভেচ্ছা, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

Must read

ইতিহাস গড়ল ভারত। বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের ‘কুমেরু’ জয় ভারতের। ঘড়ির কাটায় ৬ টা ৪ মিনিটেই চাঁদের দক্ষিণ মেরুতে মাটিতে পা রাখল চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। সফল অবতরণ করল বিক্রম। এই সাফল্যকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “চন্দ্রযান-৩-এর (Chandrayaan-3) অসাধারণ সাফল্যকে অভিনন্দন! চাঁদে সফলভাবে চন্দ্রযানের ল্যান্ডিংয়ের জন্য শুভেচ্ছা! আমাদের বিজ্ঞানীরা দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির সাক্ষ্য দিয়েছেন। ভারত এখন মহাকাশের সুপার লিগে। অভিযানের সঙ্গে যুক্ত সকল অংশীদারদের আন্তরিক অভিনন্দন।“ এই মুহূর্তটি উদযাপন করার জন্য সকলকে আহ্বানও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

অন্যদিকে ইসরোকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তিনি লিখেছেন, ভারতকে গর্বিত করার জন্য ISRO-কে ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের তরফে ট্যুইট করে বলা হয়েছে, প্রতিটি ভারতীয়ের জন্য একটি গর্বের মুহূর্ত! ইসরোকে আন্তরিক অভিনন্দন জানাই এমন একটি কৃতিত্ব অর্জনের জন্য। ইতিহাস সৃষ্টিতে তাদের অবিরাম অবদানের জন্য চন্দ্রযান-৩ টিমকে আমাদের শুভেচ্ছা!”

বিক্রমের সফট ল্যান্ডিংয়ের ঠিক ২ ঘণ্টা পর নামবে রোভার প্রজ্ঞান। রাশিয়া, আমেরিকা ও চিনের পর চাঁদে সফট ল্যান্ডিং করা ভারত বিশ্বের চতুর্থ দেশ। ১৪ জুলাই থেকে ভারতবাসীর নজর ছিল চন্দ্রযান-৩-এর দিকে। যানের বিক্রমের অবতরণের অপেক্ষায় ছিল দেশবাসী। আজ সেই অপেক্ষার অবসান হল। উচ্ছ্বসিত দেশবাসী।

আরও পড়ুন- চাঁদের মাটি ছুঁল চন্দ্রযান-৩: সফল অবতরণ বিক্রমের, চতুর্থ স্থানে ভারত

Latest article