বেঙ্গালুরু, ২৩ অগাস্ট : বিশ্বকাপের চূড়ান্ত পর্বের প্রস্তুতি শুরু করে দিচ্ছে ভারতীয় দল। বেঙ্গালুরুর আলুরে এশিয়া কাপের শিবির শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। ছ’দিনের প্রস্তুতি শিবির চলবে ২৯ অগাস্ট পর্যন্ত। বুধবার মুম্বই থেকে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলিরা পৌঁছে গিয়েছেন বেঙ্গালুরুতে। রবীন্দ্র জাদেজা অবশ্য এনসিএ-তে বুধবারই ট্রেনিং শুরু করে দেন। ভারতীয় ক্রিকেটারদের তৈরি হতে সাহায্য করবেন পেসার তুষার দেশপাণ্ডে, অফ স্পিনার তনুষ কোটিয়ান এবং বাঁ-হাতি স্পিনার শামস মুলানি। বিসিসিআই-এর পক্ষ থেকে এই তিন বোলারকে বেঙ্গালুরুর আলুরে রোহিতদের শিবিরে যোগ দিতে বলা হয়েছে।
আরও পড়ুন-আট বছরের ইমরানের জীবন ফেরাল মেডিক্যাল কলেজ
ওয়েস্ট ইন্ডিজে টি-২০ সিরিজ খেলে দেশে ফিরে এসেছিলেন হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব। তাঁরাও শুরু থেকে এশিয়া কাপের প্রস্তুতি শিবিরে থাকবেন। আয়ারল্যান্ডে বুধবার টি-২০ সিরিজের শেষ ম্যাচ খেলে শিবিরে যোগ দেবেন যশপ্রীত বুমরা, তিলক ভার্মারা।
ছ’দিনের শিবির কীভাবে চলবে, তার দিকনির্দেশ দেবেন হেড কোচ রাহুল দ্রাবিড়। অনেকদিন পর একদিনের দলের কোর গ্রুপ একজোট হচ্ছে। কারণ, গত এক বছর ধরে বিভিন্ন সিরিজে বিভিন্ন ক্রিকেটারদের খেলিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই প্রথমবার ওয়ান ডে দলের কোর গ্রুপ একসঙ্গে মিলিত হচ্ছে।
আরও পড়ুন-সাক্ষাৎকার: প্রথম কাজ হবে পানীয় জলের ব্যবস্থা
শিবিরে ম্যাচ পরিস্থিতি তৈরি করে মহড়া সারতে পারেন রোহিতরা। সবকিছু ঠিক থাকলে ঈশান কিসান এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন। কারণ, পাকিস্তান ম্যাচের আগে উইকেটকিপার-ব্যাটার হিসেবে কে এল রাহুলের ম্যাচ ফিট হওয়ার সম্ভাবনা কম। ঈশানের ঠিক কী ভূমিকা হবে, তা বেঙ্গালুরুর প্রস্তুতি শিবিরেই পরিষ্কার করে দিতে পারে ম্যানেজমেন্ট। ওয়ান ডে-তে এখনও নিজেকে প্রমাণ করতে না পারা সূর্যকুমার যাদবের কাছেও এশিয়া কাপ খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিশ্বকাপ দলে থাকতে হলে শ্রীলঙ্কায় গিয়ে সুযোগ কাজে লাগাতে হবে সূর্যকে। বেঙ্গালুরুর শিবিরে ভুলত্রুটি শুধরে তৈরি হতে হবে মুম্বইয়ের ব্যাটারকে।