একটানা বৃষ্টি চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ একাধিক জেলায় চলছে বৃষ্টিপাত। আগামিকাল, শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়ে দিয়েছেন হাওয়া অফিসের আধিকারিকরা। এদিকে ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে দার্জিলিংয়ের (Rainfall- Darjeeling) তাকভর সংলগ্ন পাতাবং এলাকায়। শুক্রবার সকালে ধসের কারণে ভেঙে পড়েছে একটি বাড়ি। চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের। মৃতের নাম বাবুলাম রায় (৫৯)। মৃতের বাড়ি পাতাবং চা বাগানের দারাগাঁওয়ে। খবর পেয়ে অনিত থাপার নির্দেশে ঘটনাস্থলে আসেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতারা।
আরও পড়ুন: চন্দ্রযান-৩ এর সঙ্গে যুক্ত জলপাইগুড়ির কৌশিক, ‘গর্বিত’ ধূপগুড়ির তৃণমূল প্রার্থী
এদিনই পুলবাজার থানার পুরদুং এলাকায় ধস নেমে লোধামা যাওয়ার রাস্তার অনেকটাই ধসে গিয়েছে। ফলে লোধামার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ধস নেমেছে ৫৫ নম্বর জাতীয় সড়কেও। তৎপরতার সঙ্গে কাজ করছে প্রশাসন। চলছে উদ্ধার কাজ। পর্যটকদের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে । পাশাপাশি রাস্তায় রয়েছে নিরাপত্তা। ধসের কারণে জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ায় গাড়িগুলিকে অন্য পথে ঘোরানো হয়েছে। উল্লেখ্য, শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোচবিহার ও দার্জিলিং (Rainfall- Darjeeling) জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে ১০০ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।