চন্দ্রযান-৩ এর সঙ্গে যুক্ত জলপাইগুড়ির কৌশিক, ‘গর্বিত’ ধূপগুড়ির তৃণমূল প্রার্থী

Must read

চন্দ্রযান-৩-এর সফটওয়্যার পরিচালন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, ধূপগুড়ির বাসিন্দা কৌশিক নাগকে (Kaushik Nag) নিয়ে গর্বিত তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। তিনি বলেন, জলপাইগুড়ি থেকে হাজার হাজার তরুণ প্রতিভা উঠে আসবে এবং নতুন ইতিহাস রচিত হবে।

ধূপগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন, “কৌশিক নাগ (Kaushik Nag) জলপাইগুড়ির গর্ব। তিনি ইসরোয় কর্মরত এবং চন্দ্রযান-৩ অভিযানের সঙ্গে সরাসরি যুক্ত। চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। সেই সাফল্যের সঙ্গে জলপাইগুড়ির নাম ওতপ্রোতভাবে যুক্ত হল। যতদিন চন্দ্রযান-৩ এর নাম থাকবে, জলপাইগুড়ি এবং কৌশিক নাগের নামও অক্ষয় হয়ে থাকবে। জলপাইগুড়ি কৌশিককে নিয়ে গর্বিত। আগামী দিনে জলপাইগুড়ি থেকে যে হাজার হাজার তরুণ প্রতিভা উঠে আসবেন, তাঁদের সকলকে আমার অভিনন্দন। তাঁদের সকলকে নিয়েই আমরা গর্বিত।”

আরও পড়ুন- ইনজেকশনের দাম সাড়ে ১৭ কোটি, বিরল রোগে আক্রান্ত শিশু

Latest article