প্রতিবেদন : হিমাচল প্রদেশে ট্রেকিং করতে যাওয়া ১১ জন পর্যটকের মধ্যে দশজনের খোঁজ নেই এখনও। একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই পর্যটকদের মধ্যে ৬ জন বাঙালি। গত ১১ অক্টোবর এরা উত্তরাখণ্ডের হর্ষিল থেকে রওনা দিয়েছিলেন। ১৯ অক্টোবর তাঁদের হিমাচল প্রদেশের ছিটকুলে পৌঁছানোর কথা ছিল। শেষ পর্যন্ত তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে পৌঁছতে পারেননি। তাঁরা এই মুহূর্তে কোথায় আছেন তাও জানা যাচ্ছে না। আয়োজকরা ইতিমধ্যেই উত্তরকাশী জেলা বিপর্যয় মোকাবিলা দফতরকে বিষয়টি জানিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ট্রেকিং টিমের সকল সদস্যকে খোঁজার কাজ শুরু করেছে আইটিবিপি জওয়ানরা।
আরও পড়ুন-পাকিস্তানের ভয় রাহুলকে: হেডেন
ট্রেকিং এর আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটক দলের ৭ জন কলকাতার বাসিন্দা। এরা হলেন, রিচার্ড মন্ডল, মিঠুন দাড়ি, সুখেন মাঝি, তন্ময় তিওয়ারি, সাবিয়ান দাস, সৌরভ ঘোষ ও বিকাশ মাকাল। এছাড়াও ট্রেকারদের দলে উত্তরকাশীর তিনজন রাঁধুনি ছিলেন। তাঁদের নাম উপেন্দ্র, দেবেন্দ্র ও জ্ঞানচন্দ্র। ১১ অক্টোবর রওনা দেওয়ার পর তাঁরা কেউই ছিটকুলে গিয়ে পৌঁছয়নি। নিখোঁজ ট্রেকারদের মধ্যে মিঠুন দাড়িকে বৃহস্পতিবার দুপুরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মিঠুনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁর সূত্র ধরেই বাকিদের উদ্ধারেরর কাজ চলছে।
উত্তরাখণ্ডের ডিজিপি অশোককুমার জানিয়েছেন, খুব সম্ভবত ওই ট্রেকারদের দলটি উত্তরাখান্ড ও হিমাচলের মধ্যবর্তী লামখাগা-পাসের কাছে আটকে রয়েছেন। আবহাওয়ার একটু উন্নতি হলে হেলিকপ্টারে তাদের খোঁজার কাজ শুরু হবে। ইতিমধ্যেই জেলা পুলিশ ও বন বিভাগের কর্মীরা ওই পর্যটকদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছেন। আবহাওয়া খারাপ থাকায় বেশিরভাগ এলাকাতেই বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। সে কারণে ওই ট্রেকারদের কাছে মোবাইল ফোন থাকলেও তা কোনও কাজ করছে না। ১৭ তারিখ থেকে একটানা প্রবল বৃষ্টি হয়ে চলেছে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে। মেঘভাঙা প্রবল বৃষ্টির কারণে দুই রাজ্যই বন্যা কবলিত হয়ে পড়েছে। সাধারণত অক্টোবর মাসের প্রথম থেকেই নভেম্বর মাসের শেষ পর্যন্ত উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে ট্রেকিংয়ের জন্য প্রচুর পর্যটক আসেন। কিন্তু আবহাওয়াজনিত পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ায় পর্যটকরা অনেকেই হিমাচলে আসতে পারেননি। যারা এসেছেন তাঁরাও এভাবে আটকে যাওয়ায় অনেকেই প্রমাদ গুনছেন।
পশ্চিমবঙ্গ সরকারের তরফে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ সরকারের সঙ্গে নিরন্তর যোগাযোগ করা হচ্ছে। বাঙালি পর্যটকদের যাতে দ্রুত এবং নিরাপদে উদ্ধার করা যায় সে বিষয়ে সব ধরনের ব্যবস্থা নিতে হিমাচল প্রদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নিখোঁজ থাকা পর্যটকদের ঘিরে বাড়ছে উদ্বেগ। আশা, দ্রুত তাঁদের হদিশ পাওয়া যাবে।