অতিমারিতেও অব্যাহত মন্ত্রীদের সম্পত্তি কেনাবেচা!

Must read

অনন্ত গুছাইত, নয়াদিল্লি : করোনা অতিমারিতে গোটা দেশের জনজীবন যখন বিধ্বস্ত, অর্থনীতি বিপর্যস্ত, অত্যাবশ্যক পণ্যের মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া, তখন মোদি সরকারের একাধিক মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যরা সম্পত্তি কেনাবেচায় কোনও খামতি রাখছেন না। আরও লাভ, আরও সম্পত্তি বৃদ্ধিই লক্ষ্য তাঁদের।

আরও পড়ুন-হিমাচলে ট্রেকিং, এখনও খোঁজ নেই রাজ্যের অনেকের

২০২০-২১আর্থিক বছরে কেন্দ্রের বিজেপি সরকারের ১২ জন মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যরা অসম থেকে তামিলনাড়ু পর্যন্ত কৃষি ও অকৃষি জমি এবং দিল্লিতে অ্যাপার্টমেন্ট সহ সারা দেশে সম্পত্তি কিনেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ওয়েবসাইটে ঘোষিত কেন্দ্রীয় মন্ত্রীদের সম্পদের খতিয়ান থেকেই পাওয়া গিয়েছে এই তথ্য। ৭৮ সদস্যের কেন্দ্রীয় মন্ত্রিসভার মধ্যে যাঁরা ২০২০-২১ অর্থবছরে সম্পত্তি ক্রয়ের কথা জানিয়েছেন, তাঁদের মধ্যে তিনজন ক্যাবিনেট মন্ত্রী। এঁরা হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি এবং নৌপরিবহণ ও আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সম্পত্তি কেনার তালিকায় আছেন ৯ জন প্রতিমন্ত্রী। এই ১২ জন কেন্দ্রীয় মন্ত্রী ২১টি সম্পত্তি কেনার তথ্য দিয়েছেন পিএমও ওয়েবসাইটে। এছাড়া গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর ঘোষণায় দেখা গিয়েছে, তিনি পাটনার শিবম অ্যাপার্টমেন্টে তাঁর ৬৫০ বর্গমিটারের ফ্ল্যাট এবছরের ২৫ ফেব্রুয়ারি ২৫ লাখ টাকায় বিক্রি করেছেন। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ও তাঁর স্ত্রী উমা সিং তাঁদের ঝাড়খণ্ডের দেওঘরের ১০৮৭ বর্গমিটার আয়তনের বাড়িটি ৪৫ লক্ষ টাকায় বিক্রি করেছেন। নিজেদের সম্পদ সংক্রান্ত তথ্যের ঘোষণা অনুযায়ী, করোনাকালে সিং পরিবার সম্পত্তি বিক্রি করে লাভ করেছে চার থেকে ছয় গুণ বেশি টাকা। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তাঁর ঘোষণায় দক্ষিণ দিল্লির বসন্ত বিহারের ৩০৮৫.২৯ বর্গফুটের দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্ট ৩.৮৭ কোটি টাকায় কেনার কথা জানিয়েছেন। এটি কেনা হয়েছে ২০২০ সালের ৮ অগাস্ট। জয়শঙ্কর ও তাঁর স্ত্রী উভয়ের নামেই সম্পত্তি তালিকাভুক্ত হয়েছে। মন্ত্রী স্মৃতি ইরানির ঘোষণায় তাঁর লোকসভা কেন্দ্র আমেথিতে একটি সম্পত্তি ক্রয়ের তথ্য দেওয়া হয়েছে। ইরানি ১৯ ফেব্রুয়ারি, ২০২১ সালে মেদান মাওয়াই গ্রামে ১২.১১ লক্ষ টাকা মূল্যে ০.১৩৪০ হেক্টর জমি কিনেছিলেন। এবছর ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তাঁর নিজের জেলা ডিব্রুগড়ে তিনটি সম্পত্তি কেনার কথা জানিয়েছেন।

আরও পড়ুন-পাকিস্তানের ভয় রাহুলকে: হেডেন

এই সম্পত্তি ক্রয়ের সময় তিনি অসমের মুখ্যমন্ত্রী ছিলেন। তিন মাস পরে বিধানসভা নির্বাচনে অসমে বিজেপি ক্ষমতা ধরে রেখে সোনোয়ালের পরিবর্তে হেমন্ত বিশ্বশর্মাকে মুখ্যমন্ত্রী পদে নির্বাচন করে। ৭ জুলাই সোনোয়ালকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বন্দর, জাহাজ ও জলপথ এবং আয়ুষ দফতরের মন্ত্রী করা হয় । সোনোয়ালের ঘোষণায় দেখা যায় যে তিনি মানকোটা খানিকার মৌজায় তিন খন্ড জমি ৬.৭৫ লাখ (১ ফেব্রুয়ারি), ১৪.৪০ লাখ (২৩ ফেব্রুয়ারি) এবং ৩.৬০ লাখ (২৫ ফেব্রুয়ারি) টাকায় কিনেছিলেন। এছাড়া যে প্রতিমন্ত্রীরা এই সময়ে সম্পত্তি কিনেছেন, তাঁরা হলেন শ্রীপদ ইয়েসো নায়েক, কৃষ্ণ পাল গুর্জার, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, ভানু প্রতাপ সিংহ ভার্মা, অন্নপূর্ণা দেবী, বি এল ভার্মা, দেবুসিংহ চৌহান, ড. মহেন্দ্র মুঞ্জপাড়া, ড. এল মুরুগান।

Latest article