উত্তরাখণ্ড বিপর্যয়: মৃত্যু বেড়ে ৬৭

Must read

প্রতিবেদন : একটানা প্রবল বৃষ্টি ও ধসের কারণে উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৭। এখনও নিখোঁজ বহু। উদ্ধারকারীদের আশঙ্কা, নিখোঁজদের জীবিত অবস্থায় ফিরে পাওয়া খুব কঠিন। বৃহস্পতিবার সকালেই পিণ্ডারি হিমবাহ অভিযানে যাওয়ার পথে চার পর্যটকের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টির কারণে পিচ্ছিল রাস্তায় ওই পর্যটকরা পিছলে গভীর খাদে গিয়ে পড়েন।

আরও পড়ুন-অতিমারিতেও অব্যাহত মন্ত্রীদের সম্পত্তি কেনাবেচা!

উত্তরাখণ্ডের বাগেশ্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। আরও ২ পর্যটক নিখোঁজ। তাঁদের উদ্ধার করতে হেলিকপ্টারে তল্লাশি অভিযান চলছে। ওই পর্যটক দলের ৩৪ জন পর্যটক পিন্ডারি হিমবাহের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক পরিতোষ ভার্মা জানিয়েছেন, ৩৪ জন পর্যটকের মধ্যে ১০ জন বিদেশি নাগরিক। এই পর্যটকদের মধ্যে বাগেশ্বর এলাকায় ৪ পর্যটকের মৃত্যু হয়েছে। দুজনের কোনও খোঁজ মিলছে না। চামোলি, পিথোরাগড়, শ্যামলাতাল, উত্তরকাশী, যোশীমঠ, মুসৌরির মতো একাধিক এলাকা এখনও জলমগ্ন।

Latest article