সংবাদদাতা, দিঘা : পুজোর মুখে দিঘাপ্রেমী পর্যটকদের জন্য সুখবর। ওল্ড দিঘার পাশাপাশি এবার নিউ দিঘাতে (New Digha) একটি উন্নতমানের পার্ক গড়ে তোলা হচ্ছে। যা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে উদ্বোধন করা হবে। পুজোর আগেই সেই কাজ শেষ হবে। এমনটাই জানালেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি। দিঘার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দিঘায় যান জেলাশাসক সহ জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা। দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে দিঘা সাজিয়ে তুলতে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে, পর্যটকদের সুবিধার্থে একগুচ্ছ নির্দেশেকা জারি করা হয়েছিল৷ গত ২২ অগাস্ট সেই নির্দেশিকার মেয়াদ শেষ হয়েছে। নির্দেশিকার মেয়াদ শেষের পর দিঘা ঘুরে দেখেন জেলাশাসক। জেলাশাসক জানান, দিঘায় বেআইনি সমস্ত কাজ বন্ধ করা হবে। যারা সরকারি নির্দেশিকা মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই প্রশাসনিক দল প্রথমে নিউ দিঘার (New Digha) একটি পার্ক ঘুরে দেখেন। এই পার্কটি করেছে ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন। প্রায় শেষের পথে কাজ। মুখ্যমন্ত্রীকে দিয়ে পার্কটির উদ্বোধনের পরিকল্পনা রয়েছে প্রশাসনের। সেখান থেকে হয়ে মেরিন ড্রাইভ ধরে প্রশাসনিক দল গিয়ে পৌঁছয় নায়েকালী মন্দির প্রাঙ্গণে। সেখানেও জোরদার গতিতে চলছে উন্নয়ন প্রকল্পের কাজ। পরিদর্শনের পর জেলাশাসক বলেন, পুরো দিঘায় যাতে সমস্ত পরিষেবা ঠিক থাকে, সমুদ্র বিলাসে পর্যটকদের যাতে স্বাচ্ছন্দ্যের ঘাটতি না ঘটে সেদিকে আমাদের সজাগ নজর রয়েছে। পরিকাঠামোগত উন্নয়ন ছাড়াও সমুদ্রের সাজসজ্জায় আরও বেশি জোর দেওয়া হয়েছে। সমন্বয় বৈঠকে সেই সব কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলি সম্পূর্ণ করতে বলা হয়েছে। নতুন গুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া এদিনের বৈঠকে দিঘার বেহাল নিকাশি সংস্কার-সহ অবৈধ দখলদারি, বালিয়াড়ি ধ্বংসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশও দিয়েছেন জেলাশাসক। সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে পর্ষদ ভবনে সমন্বয় বৈঠক করেন জেলা প্রশাসনিক কর্তারা। উপস্থিত ছিলেন পর্ষদ চেয়ারম্যান তথা জেলাশাসক পূর্ণেন্দু মাজি, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) দিব্যা মুরুগেশন, পর্ষদ প্রশাসক মানস কুমার মণ্ডল প্রমুখ। নিজ নিজ দফতরের নির্মীয়মাণ প্রকল্পের অগ্রগতির তথ্য পেশ করেন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। এছাড়াও দিঘার পরিকাঠামোগত উন্নয়নে নতুন গুচ্ছ পরিকল্পনাও গ্রহণ করা হয় এদিন। নিউ দিঘার পুলিশ হলিডে হোম ঘাটে উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় পরিবেশবান্ধব একটি উদ্যান তৈরির কথাও জানান জেলাশাসক।
আরও পড়ুন- বিধানসভায় প্রস্তাব চলতি মাসে