মাদাগাস্কারে পদপিষ্ট হয়ে মৃত ১২

Must read

প্রতিবেদন: ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১২ জনের। মর্মান্তিক এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন। শুক্রবার ঘটনাটি ঘটে মাদাগাস্কার (Madagascar crush) জাতীয় স্টেডিয়ামে। অনুষ্ঠান দেখতে তাড়াহুড়ো করে স্টেডিয়ামে প্রবেশ করতে গিয়েই প্রবেশদ্বারে ঘটে দুর্ঘটনা। সংবাদমাধ্যম সূত্রে খবর, মাদাগাস্কারের বারেয়া স্টেডিয়ামে এই অনুষ্ঠানে অংশ নিতে প্রায় ৫০ হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন।
ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস একটি মাল্টি-ডিসিপ্লিনারি প্রতিযোগিতা। মাদাগাস্কারে (Madagascar crush) আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এটি। ১৯৭৭ সালে আন্তর্জাতিক অলিম্পিক্স অ্যাসোসিয়েশন এই ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের সূচনা করেছিল। মরিশাস, সেশেলস, কোমোরোস, মাদাগাস্কার, মায়োট, রি-ইউনিয়ন এবং মালদ্বীপের ক্রীড়াবিদদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রাই রাজোয়েলিনা ঘটনার সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। এই আকস্মিক ঘটনায় তিনি শোকপ্রকাশ করে স্টেডিয়ামে এক মিনিটের নীরবতা পালন করেন তিনি। বলেন, এই ভয়াবহ দুর্ঘটনার কারণ, ভিড়ের অতিরিক্ত চাপ। স্টেডিয়ামের প্রবেশদ্বারে একাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন- এবার চাঁদে প্রথম মহিলা মহাকাশচারী পাঠাবে নাসা

Latest article