‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (series)— ‘দিনের কবিতা’ (Poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-সুবিধা পোর্টাল শুরু করেই রাজ্য জিতে নিল কেন্দ্রের স্বর্ণপদক
সৈকত
সাগরের তট মিলে গেছে
মানুষের মোহানায়
সঙ্গীতের সুর উছলে উঠেছে
চাঁদের জোছনায়
মাথার ওপর ধ্রুবতারার ঝিলিক
উৎসবের আঙিনায়
সমুদ্রের ঢেউয়ে আকাশের রঙ
বালুকার কিনারায়।
সমুদ্র কাঁকড়ায় বালির ঘর
উদয়পুরের ঢেউ ভাঁটায়
আর ত্যাজপুরে সাগর মিশেছে
নদীর মোহনায়।
মৎস্যজীবীরা মিলেছে উৎসবে
গঙ্গাদেবীর কামনায়
আর মন্দারমণির আঁধারে নিশীথে
সমুদ্রকণা ঢেউ খেলায়।
সমুদ্রপ্রেমীদের আনন্দে-ছন্দে
দীঘা সৈকত বর্ষায়
মানুষ আর মানুষের পদার্পণে
চলো যাই প্রিয় দীঘায়।