বিহারের (Bihar) ভাগলপুর জেলার সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসকরা এক মহিলার সিজার করেছিলেন। ভুল করেই পেটের মধ্য়ে তুলো রেখে দিয়ে সেলাই করে দেন। অপারেশনের পর থেকেই ওই মহিলার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। তারপর তার পেটের ইউএসজি করা হয়। যন্ত্রনা মারাত্মক পর্যায়ে গেলে একটি প্রাইভেট নার্সিংহোমে তার পেটের ইউএসজি করা হয়েছিল। সেখানেই দেখা গিয়েছে যে পেটের মধ্য়ে তুলোর বান্ডিল রয়ে গিয়েছে।
আরও পড়ুন-অস্ট্রেলিয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ হাই কমিশনের
গত ১৯ ফেব্রুয়ারি গর্ভবতী অবস্থায় প্রিয়াঙ্কা কুমারীকে ভাগলপুরের জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়। সেখানেই তার সিজার করা হয়। তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। ২৬ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে তাকে সুস্থ বলে ছেড়ে দেওয়া হয়। কিন্তু হঠাৎ করেই শুরু হয় পেটে অসহ্য যন্ত্রণা। তিনি আবার সেই হাসপাতালে যান। সেখানে পেটের সেলাই ঠিকঠাক আছে কি না সেটা দেখে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু যন্ত্রণার উপশম হয়নি।
আরও পড়ুন-মহড়ার মাঝেই ভেঙে পড়ল মার্কিন সেনার চপার, মৃত ৩
এরপর পরিবারের লোকজন ওই মহিলাকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। তাকে ইউএসজি করার জন্য বলা হয়। ইউএসজি করার পরে দেখা যায় তাঁর পেটের মধ্যে কিছু একটা রয়েছে। আবার অপারেশন করা হয়। সেই সময়, পেট থেকে বের করা হয় তুলোর বান্ডিল।