নীরজের সোনা

টোকিও অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও সোনা জিতলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার।

Must read

বুদাপেস্ট : নতুন ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়ার পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও সোনা জিতলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। অঞ্জু ববি জর্জের পর দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে বিশ্ব মিটে পদক জিতলেন নীরজ। তবে অঞ্জু ব্রোঞ্জ পেয়েছিলেন। নীরজ প্রথম ভারতীয় হিসেবে দেশকে সোনা উপহার দিলেন।

আরও পড়ুন-গর্ভবতী মহিলার পেটের মধ্যে তুলো রেখে সেলাই, কাঠগড়ায় বিহার

বুদাপেস্টে এদিন ফাইনালে প্রথম রাউন্ডে ফাউল থ্রো করেন নীরজ। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই ৮৮.১৭ মিটার লম্বা থ্রো করে টেবলে শীর্ষে উঠে যান সোনার ছেলে। এই থ্রোই তাঁকে বিশ্ব মিট থেকে সোনা এনে দিল। নীরজের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আরশাদ নাদিম ৮৭.৮২ মিটার জ্যাভলিন ছুঁড়ে দ্বিতীয় স্থানে থেকে রুপো জিতলেন। ভারতের ডিপি মনু ও কিশোর জেনা প্রথম ছয়ে শেষ করেন।

Latest article