সংবাদদাতা, আলিপুরদুয়ার : চিতাবাঘের হামলায় (leopard attack) মৃত্যু হল বৃদ্ধার। উদ্ধার হয়েছে ছিন্নভিন্ন দেহ। ফালাকাটা ব্লকের বেংকান্দির অতীত পাড়ায় লেপার্ডের আক্রমণে আলাদা হয়ে গেল এক বৃদ্ধার ধড় ও মুন্ডু, এমনটাই দাবি গ্রামবাসীদের। পুলিশও অনেকটাই একমত। রবিবার সন্ধ্যায় হাত-পা ধুতে কলতলায় যান আলিপুরদুয়ারের ফালাকাটা থানার জটেশ্বর ফাঁড়ির অন্তর্গত অতীত পাড়ার বৃদ্ধা সরদিনী রায় (৬৫)। আচমকাই অন্ধকারের মধ্যে তাঁকে কোনও এক বন্যপ্রাণী টেনে (leopard attack) নিয়ে যায় বলে দাবি স্থানীয়দের৷ তাঁর আর্ত চিৎকার শুনে, কিছুক্ষণ পর গ্রামবাসীরা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে যান বন দফতরের কর্মীরাও। বনকর্মী ও পুলিশদের সঙ্গে স্থানীয়রাও তল্লাশিতে নামে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ওই মহিলার মুন্ডহীন দেহ ঝোপের আড়াল থেকে উদ্ধার হয়। কিন্তু মাথার সন্ধান পাওয়া যায় না। অবশেষে সোমবার ভোরবেলা ঘটনাস্থল থেকে কিছু দূরে জঙ্গলের মধ্যে ওই মহিলার ক্ষতবিক্ষত মুন্ডু উদ্ধার হয়।
আরও পড়ুন- আমার লক্ষ্য বিজেপি-বিদায়, তৈরি থাকতে হবে, লোকসভা ভোট ডিসেম্বরেও হতে পারে