আমার লক্ষ্য বিজেপি-বিদায়, তৈরি থাকতে হবে, লোকসভা ভোট ডিসেম্বরেও হতে পারে

Must read

প্রতিবেদন : লোকসভা নির্বাচন এগিয়ে আসতে পারে বলে সন্দেহ প্রকাশ করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee)। তাঁর কথায়, জানুয়ারি-ফেব্রুয়ারিতে হতে পারে ভোট। আমার তো সন্দেহ হচ্ছে, এমনকী বিজেপি এবছর ডিসেম্বরেও লোকসভা নির্বাচন করে ফেলতে পারে। ফলে আমাদের সকলকে তৈরি থাকতে হবে। আমার একটাই লক্ষ্য, দেশ থেকে বিজেপিকে তাড়াতে হবে। নাম না করে প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট জাতীয় নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে কমিটিতে একজন বিচারপতিকে রাখার নির্দেশ দিয়েছিল। সেসব না মেনে একজন ক্যাবিনেট মন্ত্রীকে রাখা হয়েছে। সব দখল করতে চায়। যাতে কেউ কিছু করতে না পারে! এদিনের জনসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বোমা ফাটিয়েছেন। তিনি বলেন, আমাকে একজন মেসেজ করে জানিয়েছেন, লোকসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবে। এই বক্তব্যের পর হইচই শুরু হয়ে যায় সব মহলে।

আরও পড়ুন- মনোনীত রাজ্যপাল নির্বাচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে পাঙ্গা নেবেন না, মেয়ো রোডের মঞ্চ থেকে হুঁশিয়ারি

তৃণমূল ছাত্র পরিষদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর ঐতিহাসিক ভিড়ে ঠাসা জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন একইসঙ্গে এজেন্সি-রাজনীতির বিরুদ্ধেও তোপ দেগেছেন। সেইসঙ্গে দৃপ্ত কণ্ঠে আবারও ঘোষণা করেছেন, দিল্লির মসনদ থেকে বিজেপিকে তাড়াবই। কারণ, বিরোধীদের ইন্ডিয়া জোট এখন আরও অনেক বেশি শক্তিশালী। যত দিন এগোচ্ছে আরও বেশি করে জমাটবদ্ধ হচ্ছে ইন্ডিয়া। এদিন জনসভায় আসা ছাত্র-ছাত্রীদের দিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee) কার্যত শপথ করিয়ে নিয়েছেন, শিক্ষার প্রগতি-সংঘবদ্ধ জীবন ও দেশপ্রেমে ছাত্র-যুবসমাজ অটল থাকবে। আর লড়াই করবে মাথা উঁচু করে চোখে চোখ রেখে।

Latest article