মনোনীত রাজ্যপাল নির্বাচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে পাঙ্গা নেবেন না, মেয়ো রোডের মঞ্চ থেকে হুঁশিয়ারি

Must read

প্রতিবেদন : নির্বাচিত সরকারের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না। মনে রাখবেন, রাজ্যপাল মনোনীত আর মুখ্যমন্ত্রী নির্বাচিত। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) যা করতে পারেন রাজ্যপাল তা পারেন না। তাঁর এক্তিয়ারই নেই। সোমবার মেয়ো রোডের ছাত্র সমাবেশ থেকে সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ-সহ তাঁর একাধিক কার্যকলাপ নিয়ে তীব্র সমালোচনায় বিঁধেছেন। রাজ্যপালের বিরুদ্ধে সরাসরি রাজনীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, উনি বিজেপির লোককে উপাচার্য করেছেন। যা খুশি তাই করছেন। মগের মুলুক নাকি! এরপরই তিনি বলেন, এখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিশ্চয়ই এসেছেন। কিন্তু এখন তো আবার একজন ছাতা হয়ে আছেন। তিনি তো কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন না। কোনও নিয়মও মানেন না। আমি তাঁর চেয়ারকে সম্মান করি। কিন্তু ব্যক্তি হিসেবে তাঁর কার্যকলাপকে আমি কোনওভাবেই সম্মান করি না। কারণ তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। সব বিশ্ববিদ্যালয়ের এখন টালমাটাল পরিস্থিতি করে ছেড়েছেন। আরও আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, নিজের বন্ধুকে ভিসি করছেন। আইপিএসকে ভিসি করছেন। যাঁরা কিনা অধ্যাপনাই করেননি কোনোদিন! এরপরই তোপ দেগে বলেন, আপনার এক্তিয়ারে আমরা যাই না, আপনিও আসবেন না আমাদের এক্তিয়ারে। আপনি আর মুখ্যমন্ত্রী এক নন। আপনি মনোনীত আর আমরা নির্বাচিত। আর নির্বাচিত সরকারের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না। আমি শুনতে পাচ্ছি এখান থেকে ওখান থেকে লোক নিয়ে আসা হচ্ছে। রাজভবনে অনেক বিশ্ববিদ্যালয়ের নামে কল যাচ্ছে। যাকে ইচ্ছা ডেকে পাঠাচ্ছে। ইউনিভার্সিটির ছাত্রদের ডেকে বলছেন, দুর্নীতি কি বলতে পার! আরে দুর্নীতি তো সবচেয়ে বেশি আপনারা করেছেন। নোটবন্দি থেকে ফরেন ডিল, বেসরকারীকরণ সব করেছেন আপনারা। আর স্বরাষ্ট্রমন্ত্রক তো দুর্নীতিতে ভরে গিয়েছে। কই, ইডি, সিবিআই তো ওখানে যায় না! মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শেষ হতে না হতেই জনসভায় হাততালির ঝড় ওঠে।

আরও পড়ুন-আমার পদবি মোদি-চোকসি-মালিয়া নয়!

Latest article