আমার পদবি মোদি-চোকসি-মালিয়া নয়!

Must read

প্রতিবেদন : চোখের চিকিৎসার জন্যে তাঁর আমেরিকা সফর নিয়ে এ-বঙ্গে মিডিয়া ট্রায়াল কম হয়নি। খরচ হয়েছে গাদাগুচ্ছের নিউজপ্রিন্টও। তিনি আর ফিরবেন না এরকম একটা আবহাওয়া তৈরির প্রাণপণ চেষ্টা হয়েছে। কিন্তু তিনি ফিরেছেন নির্দিষ্ট সময়েই। এতদিন ধরে তাঁর বিরুদ্ধে যত রকম গল্প ছেড়ে বাজার গরম করা হয়েছিল সোমবার তা সুদে-আসলে ফেরত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন ছাত্র সমাবেশের মঞ্চকেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বেছে নিয়েছিলেন জবাব দেওয়ার জন্য। এদিন মিডিয়া-সহ বিরোধীদের ধুইয়ে দিয়েছেন অভিষেক। সাফ বলেন, নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়ার মতো বিজেপি-ঘনিষ্ঠ ব্যবসায়ীরা দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়েছে! আমি চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলাম। সংবাদমাধ্যমে এমন হাওয়া তোলা হল যে আমি নাকি আর ফিরব না! এরপরেই তাঁর হুংকার, আমার পদবি মোদি নয়, চোকসি নয় কিংবা আমার মালিয়াও নয়। আমার পদবি বন্দ্যোপাধ্যায়। আমি পালানোর লোক নই। আমরা মাথা নিচু করি না। নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। আমরা মাথা উঁচু করে লড়তে জানি। মাথা নিচু করে বশ্যতা স্বীকার করে দিল্লির কাছে আত্মসমর্পণ করতে জানি না। ওগুলো সরীসৃপ গদ্দারদের কাজ।
অভিষেকের (Abhishek Banerjee) সংযোজন, আমাদের নেত্রীর পা থেকে মাথা পর্যন্ত সিপিএম ভেঙে দিয়েও তাঁকে আটকাতে পারেনি। আমরা তাঁর নেতৃত্বে এগিয়ে চলেছি। আমাদের ধমকে-চমকে আটকানো যাবে না। এজেন্সির তৎপরতা নিয়ে তিনি বলেন, আমি দেশে ফেরার পর থেকে তৎপর হয়ে উঠেছে ইডি-সিবিআই। সংস্থায় রেড করার নামে ফাইল ডাউনলোড করেছেন ইডি-র তদন্তকারীরা। ধরা না পড়লে, সেই ফাইলই পরে অফিস থেকে পাওয়া গিয়েছে বলে দেখানোর চেষ্টা হত। কিন্তু এভাবে আমাদের ভয় পাওয়ানো যাবে না। লড়াই হবে চোখে চোখ রেখেই।

আরও পড়ুন- বিধানসভায় বনমহোৎসবে নিজের লেখা কবিতার মধ্য দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

Latest article