পাকিস্তানই ফেভারিট, বললেন আজমল

বুধবার শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। উদ্বোধনী দিনেই নামছে আয়োজক পাকিস্তান। বাবর আজমরা ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবেন নেপালের বিরুদ্ধে

Must read

লাহোর, ২৯ অগাস্ট : বুধবার শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। উদ্বোধনী দিনেই নামছে আয়োজক পাকিস্তান। বাবর আজমরা ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবেন নেপালের বিরুদ্ধে। মুলতানে ম্যাচ শুরু ভারতীয় সময় আড়াইটে থেকে। সদ্য আফগানিস্তানকে ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করে এশিয়া কাপ অভিযানে নামছে পাকিস্তান। বিশ্বকাপের আগে বিশ্বের এক নম্বর দলের তকমাও এখন বাবরের দলের সঙ্গে। দুর্বল নেপালকে হারিয়ে ভারতের বিরুদ্ধে শনিবারের মেগা ম্যাচের আগে জয়ের ছন্দ ধরে রাখতে চায় পাকিস্তান।

আরও পড়ুন-নয়া মানচিত্রে অরুণাচল প্রদেশকে ফের নিজের বলে দাবি চিনের, সরব ভারত

প্রাক্তন পাক তারকা স্পিনার সইদ আজমল মনে করছেন, পাকিস্তানই এশিয়া কাপ জয়ের প্রধান দাবিদার। সদ্য শ্রীলঙ্কায় গিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলে দ্বীপরাষ্ট্রের পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন বাবররা। তিন ম্যাচের সিরিজ পাকিস্তান জিতেছে ৩-০ ব্যবধানে।

আরও পড়ুন-জেলাগুলির সব ভালো মিষ্টি এবার ‘মিষ্টান্ন’-তে, ব্যবসায়ীদের জমি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজমল বলেছেন, এশিয়া কাপে পাকিস্তানই ফেভারিট। বাবর আজমরাই টুর্নামেন্ট জয়ের প্রধান দাবিদার। আমাদের ছেলেরা আফগানিস্তান সিরিজটা শ্রীলঙ্কায় খেলে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। ফাস্ট বোলিংয়ের ক্ষেত্রে আমরাই এগিয়ে। শাহিন (আফ্রিদি) ও নাসিম নতুন বলে উইকেট তুলতে পারে। ডেথ ওভার বোলিংয়ে রয়েছে হ্যারিস রউফ।

আরও পড়ুন-জাতীয় শিক্ষানীতি এবার কোপ পড়ল মেডিক্যাল শিক্ষায়

বিশ্বকাপেও পাকিস্তানের উপর বাজি ধরছেন আজমল। প্রাক্তন পাক স্পিনারের পছন্দের চার সেমিফাইনালিস্ট ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং পাকিস্তান। আমেদাবাদে ভারতের বিরুদ্ধে মর্যাদার ম্যাচে এক লাখ দর্শকের সামনে পাকিস্তান কোনও চাপে থাকবে না বলেই মনে করছেন আজমল।

Latest article