কোর্টে ঝড় তুলে দ্বিতীয় রাউন্ডে জকোভিচ

১১ সেপ্টেম্বর যে তালিকা প্রকাশিত হবে, তাতে জকো-ই এক নম্বরে থাকবেন। এই মুহূর্তে একে থাকা আলকারেজ নেমে যাবেন দু’নম্বরে।

Must read

নিউ ইয়র্ক, ২৯ অগাস্ট : দু’বছর পর ইউএস ওপেন খেলতে নেমেই ছন্দে নোভাক জকোভিচ। প্রথম রাউন্ডে ফরাসি প্রতিদ্বন্দ্বী আলেকজান্ডার মুলারকে ৬-০, ৬-২, ৬-৩ সেটে উড়িয়ে পরের রাউন্ডে উঠেছেন তিনি। শুধু তাই নয়, এই জয়ের সুবাদে বিশ্ব টেনিসের ক্রমতালিকায় কার্লোস আলকারেজকে টপকে জকোভিচের শীর্ষ স্থানের দখল নেওয়া নিশ্চিত। ১১ সেপ্টেম্বর যে তালিকা প্রকাশিত হবে, তাতে জকো-ই এক নম্বরে থাকবেন। এই মুহূর্তে একে থাকা আলকারেজ নেমে যাবেন দু’নম্বরে।

আরও পড়ুন-পাকিস্তানই ফেভারিট, বললেন আজমল

জকোভিচের ম্যাচ যখন শেষ হয়, তখন ঘড়িতে স্থানীয় সময় রাত একটা। সার্ব টেনিস তারকার বক্তব্য, রাত একটা বাজে। তবুও গ্যালারিতে দর্শকরা বসে। এটা আমার জন্য গর্বের বিষয়। দু’বছর পর এখানে ফিরেছি। তাই কোর্টে নামার জন্য মুখিয়ে ছিলাম। তিনবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ পরের রাউন্ডে মুখোমুখি হবেন স্পেনের বার্নেব জাপাটা মিরালেসের।

আরও পড়ুন-নয়া মানচিত্রে অরুণাচল প্রদেশকে ফের নিজের বলে দাবি চিনের, সরব ভারত

এদিকে, পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন স্টেফানোস সিসিপাস, ক্যাসপার রুড, ফ্রান্সেস টিয়াফো। টুর্নামেন্টের পঞ্চম বাছাই রুড ৭-৬, ৩-৬, ৬-৪, ৭-৬ সেটে হারিয়েছেন এমিলিও নাভাকে। সিসিপাস ৬-২, ৬-৩, ৬-৪ সেটে হারিয়েছেন মিলস রাওনিককে। টিয়াফো হারিয়েছেন লার্নার টিয়েনকে। তবে চতুর্থ বাছাই হোলগান রুন অবাছাই রবের্তো কারবালেস বায়েনার কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছেন।

Latest article