৯০ মিটারে চোখ নীরজের, এবার সামনে জুরিখ ডায়মন্ড লিগ

তবে চেক প্রজাতন্ত্রের জাকুব ভালদেচ, জার্মানির জুলিয়েন ওয়েবার, গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্সের মতো বিশ্বের প্রথম সারির জ্যাভলিন থ্রোয়াররা রয়েছেন

Must read

জুরিখ, ২৯ অগাস্ট : বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেশ পুরোপুরি কাটার আগেই ফের ট্র্যাকে ফিরছেন নীরজ চোপড়া। বৃহস্পতিবার জুরিখ ডায়মন্ড লিগে নামছেন ভারতের সোনার ছেলে। আর জুরিখেই ৯০ মিটার দূরত্ব পার করতে মুখিয়ে রয়েছেন নীরজ। যা এখনও তাঁর কাছে অধরা মাধুরী!
আত্মবিশ্বাসী নীরজ বলছেন, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছি। এবার আমার লক্ষ্য ৯০ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন ছোঁড়া। জুরিখেই এই লক্ষ্যপূরণ করতে চাই। আমার কোমরের পেশিতে সামান্য চোট রয়েছে। তবে সেটা নিয়েই তো বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলাম। আমি আত্মবিশ্বাসী। ডায়মন্ড লিগে আগেও সোনা জিতেছেন নীরজ। দোহা ও লুসান ডায়মন্ড লিগে তিনি সোনা জিতেছিলেন। তবে এবার তাঁকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের রুপোজয়ী পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিম জুরিখে নেই।

আরও পড়ুন-কোর্টে ঝড় তুলে দ্বিতীয় রাউন্ডে জকোভিচ

তবে চেক প্রজাতন্ত্রের জাকুব ভালদেচ, জার্মানির জুলিয়েন ওয়েবার, গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্সের মতো বিশ্বের প্রথম সারির জ্যাভলিন থ্রোয়াররা রয়েছেন। এঁদের মধ্যে ভালদেচ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। ডায়মন্ড লিগের লড়াইয়ে ১৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তিন নম্বরে রয়েছেন নীরজ। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ভালদেচ। দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েবার। তাঁর প্রাপ্ত পয়েন্ট ১৮। জুরিখে নীরজ এঁদের ছাপিয়ে যেতে পারেন কি না, সেটাই দেখার।

আরও পড়ুন-পাকিস্তানই ফেভারিট, বললেন আজমল

নীরজ ছাড়াও জুরিখ ডায়মন্ড লিগে অংশগ্রহণ করছেন আরেক ভারতীয় অ্যাথলিট মুরলী শ্রীশঙ্কর। লংজাম্পার শ্রীশঙ্করের ইভেন্টও বৃহস্পতিবার। ১৪ জন প্রতিযোগীর সঙ্গে লড়তে হবে তাঁকে। প্রসঙ্গত, প্যারিস ডায়মন্ড লিগে শ্রীশঙ্কর ব্রোঞ্জ পেয়েছিলেন।

Latest article