নয়াদিল্লি, ২৯ অগাস্ট : টোকিও অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় ভারোত্তোলক সাইখোম মীরাবাই চানু আগামী সপ্তাহে হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন। কিন্তু এশিয়ান গেমসের আগে চোট আঘাত এড়িয়ে ফর্ম ধরে রাখতে বিশ্ব মিটে ওজন তুলবেন না চানু। তবে ডোপ পরীক্ষা দেওয়ার পাশাপাশি প্রতিযোগিতার যাবতীয় নিয়মাবলি ও আনুষ্ঠানিকতা মানতে হবে তাঁকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা প্যারিস অলিম্পিকের বাধ্যতামূলক যোগ্যতাঅর্জন পর্বের ইভেন্ট।
আরও পড়ুন-৯০ মিটারে চোখ নীরজের, এবার সামনে জুরিখ ডায়মন্ড লিগ
কিন্তু এশিয়ান গেমস ও বিশ্ব মিটের মতো দু’টি শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের ধকল থেকে বিরত থাকতেই যে কোনও একটি ইভেন্টে নামার সিদ্ধান্ত মণিপুরী ভারোত্তোলকের। তাছাড়া একমাত্র এশিয়ান গেমসেই এখনও পর্যন্ত পদক অধরা চানুর। তাই এশিয়াডে নামতে মুখিয়ে আছেন অলিম্পিক পদকজয়ী দেশের তারকা ভারোত্তোলক। উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর থেকে রিয়াধে শুরু হচ্ছে ভারোত্তোলনের বিশ্বচ্যাম্পিয়নশিপ। ২৩ সেপ্টেম্বর থেকে চিনের হাংঝাউয়ে শুরু এশিয়ান গেমস।