প্রতিবেদন : রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রায় সাড়ে সাত হাজার শূন্য পদে নিয়োগের তোড়জোড় শুরু করেছে। সেই সূত্রে জেলা স্তরের বাছাই কমিটি বা ‘ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি’ পুনর্গঠনের বিষয়ে রাজ্যের পঞ্চায়েত দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। এখন থেকে এই কমিটিতে আর কোনও জনপ্রতিনিধি বা তাঁদের মনোনীত সদস্য থাকবেন না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে। জেলাশাসকদের প্রধান করে শুধুমাত্র আধিকারিকদের নিয়েই প্রতি জেলায় আট সদস্য বিশিষ্ট সিলেকশন কমিটি তৈরি করা হবে।
আরও পড়ুন-পুরসভার ৫০ লক্ষে বিনোদন পার্ক
জেলার ডিপিআরডিও হবেন সদস্য সচিব। প্রযুক্তি নির্ভর পদে নিয়োগের বিষয়টি দেখভালের জন্য জেলা পরিষদ বা মহকুমা পরিষদের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার কমিটিতে থাকবেন। একই সঙ্গে কমিটিতে বাধ্যতামূলকভাবে একজন করে তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির আধিকারিককে রাখতে বলা হয়েছে। জেলাশাসক বা মেম্বার সেক্রেটারির অনুপস্থিতিতে কোনও বৈঠক বৈধ বলে গণ্য হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে।
পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী পঞ্চায়েতে নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনতে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশকে সামনে রেখেই এই পদক্ষেপ করা হয়েছে।