কোনা এক্সপ্রেসওয়েতে এলিভেটেড করিডর

পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত দখলদারদের সরিয়ে দেওয়া হবে। তারপরই দ্রুত কাজ শুরু হবে।

Must read

সংবাদদাতা, হাওড়া : কোনা এক্সপ্রেসওয়ের যানজটের সমস্যার স্থায়ী সমাধানে বিকল্প পথের সন্ধান শুরু হয়েছিল বছরখানেক আগেই। এই উদ্দেশ্যে কোনা এক্সপ্রেসওয়ের ওপর ৬ লেনের ‘এলিভেটেড করিডর’ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন। তারপরই কোনা এক্সপ্রেসওয়ের ওপর ৬ লেনের ‘এলিভেটেড করিডর’ তৈরির প্রশাসনিক তৎপরতা শুরু হয়। এই এলিভেটেড করিডরটি শুরু হবে কোনা এক্সপ্রেসওয়ের ক্যারি রোডের মোড়ের পরে ফুটবল গেট থেকে। শেষ হবে খেজুরতলায়।

আরও পড়ুন-সিলেকশন কমিটিতে আর কোনও জনপ্রতিনিধি নয়, পঞ্চায়েতে সাড়ে সাত হাজার নতুন নিয়োগ

প্রায় ৭ কিমি দৈর্ঘ্যের এই এলিভেটেড করিডরটির উচ্চতা বর্তমানে থাকা উড়ালপুল তিনটির চেয়ে কয়েক মিটার বেশি উচ্চতার হবে। সাঁতরাগাছি বাস টার্মিনাস, নিবড়া ও ১১৬ নম্বর জাতীয় সড়কের দিকে তিনটি সহযোগী পথ রাখা হবে। ৩ বছরের মধ্যে এটি তৈরির কাজ শেষ হবে। এটি তৈরির জন্য রেলের প্রয়োজনীয় ছাড়পত্রও পাওয়া গেছে। এরপরই পূর্ত দফতর, হাওড়া সিটি পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকরা ওই এলাকা পরিদর্শন করেন। রাস্তা দু’ধারে জবরদখল করে থাকা প্রায় ২৫০ জনকে সরিয়ে দ্রুত কাজ শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন-পুরসভার ৫০ লক্ষে বিনোদন পার্ক

পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত দখলদারদের সরিয়ে দেওয়া হবে। তারপরই দ্রুত কাজ শুরু হবে। এই সময় পণ্যবাহী সমস্ত গাড়ি বিকল্প পথে চলাচল করবে। পূর্ত দফতরের হাইওয়ে ডিভিশনের কোনা এক্সপ্রেসওয়ের ভারপ্রাপ্ত বাস্তুকার শুভায়ু বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘এলিভেটেড করিডর তৈরির সমস্ত নকশা তৈরি হয়ে গিয়েছে। জবরদখলকারীদের সরিয়ে দেওয়ার পরই সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে এটি নির্মাণের কাজ শুরু হবে।’’

Latest article