ত্রিপুরার পর এবার লক্ষ্য গোয়া। দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এই মূহুর্তে গোয়ায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে জোর দিয়েছেন। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহ ফেলারিও তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে সেখানে দল ক্রমশ শক্তিশালি হচ্ছে। এবার গোয়ার বর্ষীয়ান এই নেতাকে দলের সর্বভারতীয় সহ সভাপতি করল দল।
বৃহস্পতিবার তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় চিঠি দিয়ে লুইজিনহ ফেলারিওকে দলের সর্বভারতীয় সহ সভাপতি পদে নিযুক্তির কথা জানিয়েছেন। এই খবরে খুশির হাওয়া গোয়াতে।
আরও পড়ুন-জোড়াখুনের কিনারা করল পুলিশ
চলতি মাসেই গোয়া যাবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। সেখানে তিনদিনের কর্মসূচি রয়েছে। তার আগে এই পদক্ষেপে উজ্জীবিত গোয়ার তৃণমূল নেতৃত্ব।
ইতিমধ্যেই গোয়ার পানাজীতে দলীয় কার্যালয় খোলা হয়েছে। বছর ঘুরলেই গোয়া বিধানসভার নির্বাচন। তৃণমূল শীর্ষ নেতৃত্ব এই নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছেন। গেয়ায় প্রায় প্রতিদিন অন্য দল থেকে নেতা-কর্মী- সমর্থকরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। এরাজ্য থেকেও পালা করে কোনও না কোনও নেতাকে গোয়া পাঠাচ্ছে দল। এই অবস্থায় গেয়ার বর্ষীয়ান ও জনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সর্বভারতীয় সহ সভাপতির পদে নিয়ে এসে মাস্টার স্ট্রোক দিলেন তৃনমূল শীর্ষ নেতৃত্ব।
Our Hon’ble Chairperson Smt. @MamataOfficial takes great pride in appointing Mr. @luizinhofaleiro as the National Vice President of All India Trinamool Congress. pic.twitter.com/1XtcsznUtN
— All India Trinamool Congress (@AITCofficial) October 22, 2021