জোড়াখুনের কিনারা করল পুলিশ

Must read

প্রতিবেদন : গড়িয়াহাট জোড়াখুন কাণ্ডে পুলিশ শুধু কিনারাই করল না, একইসঙ্গে মূল অভিযুক্তর ঠিকুজি-কোষ্ঠীও জোগাড় করে ফেলল। কর্পোরেট কর্তা সুবীর চাকী ও তাঁর গাড়ির চালককে খুনে অভিযুক্ত ভিকি হালদার। বাড়ি ডায়মন্ড হারবারে। আদতে মাধ্যমিক ফেল, কিন্তু সে নিজেকে মেট্রোর ইঞ্জিনিয়ার হিসাবেই পরিচয় দেয়। ইতিমধ্যেই তার মা মিঠু হালদারকে গ্রেফতার করেছে পুলিশ।
মিঠু হালদার গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডের সুবীর চাকীর বাড়িতে একসময় পরিচারিকার কাজ করত। সেই সূত্রে ওই বাড়িতে তার যাতায়াত ছিল। কাঁকুলিয়া রেল গেটের কাছে মিঠুর শ্বশুরবাড়ি। ফলে এলাকার রাস্তাঘাট সম্পর্কেও যথেষ্ট ধ্যান-ধারণা রয়েছে তার।

আরও পড়ুন-‘গুণধর’ ভিকি

বুধবার রাতে ডায়মন্ড হারবারের কপাটহাট এলাকা থেকে ওই মহিলাকে প্রথমে আটক করা হয়৷ পরে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার হাতে তুলে দেয় ডায়মন্ড হারবার থানার পুলিশ৷ এরপর তাকে জেরা করতেই বেরিয়ে আসে খুনের ষড়যন্ত্রের বিষয়টি।
পুলিশের দাবি, ছেলে ভিকির সঙ্গে মিলে কর্পোরেট কর্তা সুবীর চাকীর বাড়ি থেকে লুঠপাটের ব্লু প্রিন্ট তৈরি করেছিল ধৃত মিঠু হালদারই। এমনকী, খুনের পর কীভাবে পালাতে হবে, বড় ছেলে ভিকিকে সেই পথ বাতলে দিয়েছিল মিঠুই। মিঠুকে বালিগঞ্জ স্টেশনে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণও করা হয়। তবে এখনও অধরা মূল অভিযুক্ত ভিকি। অন্যদিকে ঘটনায় আর এক অভিযুক্ত মিঠু হালদারকে বৃহস্পতিবার আলিপুর আদালতে পেশ করা হয়। বিচারক তাকে ৩০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Latest article