সুখবর! এবার বাড়ি বসেই দাখিল করা যাবে ‘লাইফ সার্টিফিকেট’ (Life Certificate)। অবসরপ্রাপ্তদের কাছে স্মার্ট ফোন থাকলেই এই সুবিধা নিতে পারবেন। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, শুধুমাত্র ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (Life Certificate) জমা দেওয়া যাবে। এর জন্য প্রয়োজন স্মার্ট ফোন।
আরও পড়ুন- কেন্দ্রের ভূমিকা নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস
নবান্ন সূত্রে খবর, নতুন পদ্ধতি ছাড়াও চালু থাকছে আগের দুই পদ্ধতিও। প্রথমত, পেনশনার বা ফ্যামিলি পেনশনার নিজে অথবা তার কাছের আত্মীয় একজনকে ব্যাঙ্ক অথবা ট্রেজারি অফিসে লাইফ সার্টিফিকেটের ফিজিক্যাল বা হার্ড কপি জমা করতে হয়। দ্বিতীয়ত, পেনশনার অথবা ফ্যামিলি পেনশনারকে বায়োমেট্রিক ডিভাইসের সুবিধাযুক্ত ট্রেজারি অফিস অথবা ব্যাঙ্কে গিয়ে জীবনপ্রণাম পোর্টালে তথ্য জমা করতে হয়। এই দুটির মধ্যে যেকোনও একটি পদ্ধতি বেছে নিয়ে লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন রাজ্য সরকারের পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা।