কেন্দ্রের ভূমিকা নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস

এই ইস্যুতে প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপির অবস্থানের প্রতিবাদ করেছেন তৃণমূলনেত্রী সুস্মিতা দেবও।

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : চিনের মানচিত্রে বেআইনিভাবে অরুণাচল প্রদেশ এবং আকসাই চিনকে অন্তর্ভুক্ত করার পরেও বেজিং সম্পর্কে কড়া মনোভাব না নিয়ে নিছক সতর্কবার্তা প্রকাশ করেছে মোদি সরকার। কেন্দ্রের এই নিষ্ক্রিয়তার কড়া প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ জহর সরকার ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, সদ্য প্রকাশিত চিনের নতুন মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে সেই দেশের অংশ বলে দাবি করা হয়েছে। এটা ভারতকে পরিকল্পিত অপমান। কারণ শি জিনপিং জানেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর প্রতিবাদ করার সাহস দেখাবেন না।

আরও পড়ুন-জলবায়ু পরিবর্তনে বড় সমস্যায় পানামা খাল, জোর ধাক্কা পড়ল বিশ্ববাণিজ্যে

ভারত ভূখণ্ড দখলের তথ্য সামনে আসার পরও কেন্দ্রের পক্ষ থেকে খুব জোরালোভাবে প্রতিবাদ করার প্রতি পরিবর্তে শুধুমাত্র বিবৃতি জারি করে বলা হয়েছে। বলা হয়েছে, চিন যা দাবি করছে তা সঠিক নয়। অথচ নিছক আনুষ্ঠানিক বিবৃতির পরিবর্তে ভারতের জোরালোভাবে প্রতিবাদ করা উচিত। এই ইস্যুতে প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপির অবস্থানের প্রতিবাদ করেছেন তৃণমূলনেত্রী সুস্মিতা দেবও। তিনি বলেছেন, জি-২০ সম্মেলনের কয়েকদিন আগে চিনের পক্ষ থেকে এই মানচিত্র প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই ডোকালাম, গালওয়ান-এর ঘটনার পরও প্রধানমন্ত্রীর মোদি ক্রমাগত চিনকে ক্লিনচিট দিয়ে আসছেন এবং দাবি করছেন অরুণাচল প্রদেশ কেউ দখল করেনি। সুস্মিতার মতে, এই মুহূর্তে ভারতের যা অবস্থান তা খুবই দুর্বল বিদেশনীতির পরিচয় দেয়। ভারতের জন্য এটা সঠিক পথ নয়।

Latest article