সংবাদদাতা, ইসলামপুর: ডালখোলার পর এবার ইসলামপুর। উত্তর দিনাজপুরের দুটি জায়গায় শুট আউট। বৃহস্পতিবার ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের কাপরাঙা গ্রামে দুই তৃণমূল সমর্থকের ওপর গুলি চালায় কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। পঞ্চায়েত বোর্ড গঠনে বাধা দেওয়ায় গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দুই তৃণমূল সদস্যকে অপহরণ করে দুষ্কৃতীরা।
আরও পড়ুন-সাগরমেলায় লঞ্চ পরিষেবা বৃদ্ধির উদ্যোগ প্রশাসনের
বৃহস্পতিবার গোপন ডেরা থেকে তাঁরা পালিয়ে চলে আসেন ইসলামপুর থানায়। সেখানেই তাঁদের নিতে আসেন স্থানীয় তৃণমূল কর্মী, সমর্থকরা। তাঁরা যখন সদলবলে ফিরে যাচ্ছিলেন ঠিক সেই সময় আচমকা দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হন মজিবুল হক এবং বজরুল হক। ঘটনায় গুরুতর জখম ২ জনকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন-বৃষ্টিসুখের উল্লাসে পরিযায়ী পাখিদের সংসার মানিকহারে
কিন্তু অবস্থার অবনতি হলে তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। এদিন গুলি চালানোর খবর পেয়ে হাসপাতালে আসেন ইসলামপুর তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন। পাইপলাইন বসানোর কাজকে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত বলে জানান তিনি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্দল হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কিছু দলবিরোধী। তারাই ক্ষমতা প্রদর্শনের জন্য এই ঘটনা ঘটিয়েছে বলেই অভিযোগ করেন তিনি।