সাগরমেলায় লঞ্চ পরিষেবা বৃদ্ধির উদ্যোগ প্রশাসনের

কুয়াশার কারণেই ভেসেল পরিষেবা ঠিকমতো চলতে না পারার জন্যই অনেক পুণ্যার্থী ঠিকমতো পৌঁছতে পারেননি গঙ্গাসাগরে।

Must read

সংবাদদাতা, কাকদ্বীপ: সাগরমেলায় লঞ্চ পরিষেবা বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। আসন্ন ২০২৪-এ গঙ্গাসাগর মেলাকে সামনে রেখেই কাকদ্বীপ মহকুমা শাসকের দফতরে একটি প্রশাসনিক বৈঠক করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। বৈঠকে উপস্থিত রয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, জেলাশাসক সুমিত গুপ্তা, মহকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, পুলিশ সুপার কোটেশ্বর রাও নালাভাট সহ গঙ্গাসাগর মেলার কাজে যুক্ত সমস্ত দফতরের আধিকারিকবৃন্দ।

আরও পড়ুন-বৃষ্টিসুখের উল্লাসে পরিযায়ী পাখিদের সংসার মানিকহারে

মূলত কাকদ্বীপ রেল স্টেশন, কাকদ্বীপ লট ৮ ভেসেল ঘাট, নামখানা স্টেশন ও নারায়ণপুর থেকে সাগরের বেণুবন পর্যন্ত লঞ্চ পরিষেবা কেমন চলবে তা আলোচনা হবে। ভিন রাজ্যের পুণ্যার্থীদের যাতে কোনও সমস্যা না হয় তাঁর জন্য সমস্তরকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ২৯ অক্টোবর থেকে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং শুরু হবে। যেহেতু গঙ্গাসাগর মেলার সময় লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় গঙ্গাসাগরে সেই কথা মাথায় রেখেও গতবার সমস্যার মধ্যে পড়তে হয়েছিল কুয়াশায়। কুয়াশার কারণেই ভেসেল পরিষেবা ঠিকমতো চলতে না পারার জন্যই অনেক পুণ্যার্থী ঠিকমতো পৌঁছতে পারেননি গঙ্গাসাগরে। এবার বিশেষ করে সেই বিষয়ে নজর রাখা হবে এমনও জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

Latest article