লক্ষ্মীপুজোর পরেই গৃহলক্ষ্মীদের মুখে হাসি। লক্ষ্মীবারেই রাজ্যের ১ কোটির বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। নবান্ন সূত্রে খবর, তাঁদের অ্যাকাউন্টে বৃহস্পতিবার লক্ষ্মীবারেই সেপ্টেম্বর ও অক্টোবর মাসের টাকা একসঙ্গে ঢুকে গিয়েছে। এই প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্য সরকারের খরচ হয়েছে ১,০৮২ কোটি টাকা। বাকি ৫৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অতি দ্রুত টাকা পৌঁছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি নয়, কাজ করতে ভালবাসেন তিনি। যদিও উপনির্বাচন থাকায় কোচবিহার, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া যাবে না। তাই এই চার জেলার আবেদনকারী মহিলারা নভেম্বর মাসে একসঙ্গে তিন মাসের টাকা পাবেন সেই কথা জানানো হয়েছে।
আরও পড়ুন-জীবননান্দ দাসের প্রয়াণ দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য
অ্যাকাউন্টে টাকা ঢুকতেই খুশির হাওয়া রাজ্যের মহিলাদের মধ্যে। এমন অনেক অভাবী মহিলা আছেন যাঁদের কাছে ৫০০ ও ১০০০ টাকার মূল্য অনেক বেশি। তাঁদের কাছে মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের টাকা বেশ লাভজনক।
তপশিলি জাতি-উপজাতি মহিলাদের জন্য মাসে ১০০০ টাকা ও সাধারণ মহিলাদের জন্য মাসে ৫০০ টাকা করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে টাকা দিচ্ছে রাজ্য সরকার।