জীবননান্দ দাসের প্রয়াণ দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য

Must read

জীবননান্দ দাসের জন্ম হয়েছিল ১৮৯৯ সালে বরিশালে। ১৯২১ সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেন। পরে তিনি যুক্ত হন শিক্ষকতায়। ভারত ভাগের কিছুদিন আগে জীবননান্দ দাস স্থায়ী হন কলকাতায়।

তিনি বাংলা কবিতাকে সমৃদ্ধ করেছেন পরম যত্নে। তাঁর কবিতা জুড়ে বাংলার প্রকৃতি, নারী, প্রেম আর একাকিত্ব।

আরও পড়ুন-জীবননান্দ দাসের প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

জীবনানন্দ দাশ তাঁর সাহিত্যে বিপন্ন মানবতার ছবি তুলে ধরেছেন বার বার। আধুনিক নগরজীবনের অবক্ষয়, হতাশা, নিঃসঙ্গতা, সংশয়বোধ তার লেখার অঙ্গ।

আজ বাংলার কবি জীবনানন্দ দাশের ৬৭তম প্রয়াণ দিবস। ১৯৫৪ সালের এই দিনে পরাবাস্তববাদী কবি কোলকাতায় ট্রাম দুর্ঘটনায় মারা যান। এদিন পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের যুব শাখা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের জাতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে জীবননান্দ দাসের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।

Latest article