লক্ষ্য ট্রেন নিয়ন্ত্রণ নিখুঁত করা। কম সময়ের ব্যবধানে অনেক বেশি সংখ্যক ট্রেন চালাতে নয়া ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) চালু হল এই ব্যবস্থা। বৃহস্পতিবার এর আনুষ্ঠানিক সূচনা করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমরপ্রকাশ দ্বিবেদী। প্রাথমিকভাবে এই ব্যবস্থা চালু হল শিয়ালদহ কন্ট্রোল রুম এবং শিয়ালদহ-রানাঘাট শাখায় (Sealdah Division)। ধিরে ধীরে এই ব্যবস্থা বাকি শাখায় তা চালু করা হবে।
আরও পড়ুন-সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেব মানুষকে
এই ব্যবস্থার আওতায় কোন লাইনে কোথায় কোন ট্রেন রয়েছে এছাড়াও বিভিন্ন সিগন্যাল-পয়েন্ট কী অবস্থায় আছে- তাও কন্ট্রোল রুমের বড় পর্দায় দেখা যাবে। রেলের আধিকারিকেরা জানিয়েছেন, বিভিন্ন লাইনে প্রয়োজন অনুযায়ী ট্রেন ঘুরিয়ে দেওয়া, অতিরিক্ত ভিড়ের সময়ে বাড়তি ট্রেন চালানো, প্রয়োজনে ট্রেন তুলে নেওয়ার মতো একাধিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। একইসঙ্গে রেলের একাধিক পয়েন্ট ও ট্র্যাক সার্কিট ছাড়াও লেভেল ক্রসিং থেকে যন্ত্রের মাধ্যমে ট্রেনের অবস্থান সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। এই গোটা ব্যবস্থাটি অপটিক্যাল ফাইবারে সংযুক্ত থাকায় তথ্য আদানপ্রদান সহজ হবে।