শ্যামা

সদ্য শ্যুটিং শুরু হয়েছে সুরিন্দর ফিল্মসের নতুন ধারাবাহিক ‘শ্যামা’র। সান বাংলার এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন হানি বাফনা এবং টুম্পা ঘোষ। হানি এবং টুম্পার ফার্স্ট লুক ইতিমধ্যেই চমকে দিয়েছে দর্শকদের। পাশাপাশি এই ধারাবাহিকে চার বছর ব্রেকের পর কামব্যাক করছেন ‘ভালবাসা ডট কম’-এর তোড়া অর্থাৎ জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী। লিখছেন শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী

Must read

‘অধর্মের বিনাশ, দেবী শক্তির প্রকাশ’, নতুন ধারাবাহিক ‘শ্যামা’র এটাই ট্যাগ লাইন। আগস্টেই তিন তিনটে ধারাবাহিকের কাজ শুরু হয়েছে সান বাংলায়। যার মধ্যে অন্যতম হল সুরিন্দর ফিল্মসের ‘শ্যামা’। কিছু দিন আগেই আপকামিং ‘শ্যামা’র মুখ্য দুই চরিত্রের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছিল। বেশ ইন্টারেস্টিং সেই লুকে অভিনেতা হানি বাফনাকে দেখা গেছে তান্ত্রিক-বেশে এবং অভিনেত্রী টুম্পা ঘোষকে শ্যামার বেশে।
চার বছর নিজেকে অভিনয় থেকে সরিয়ে রেখেছিলেন জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী।

আরও পড়ুন-জাতিগত হিংসা, আইনশৃঙ্খলার অবনতি, মণিপুরে বেড়ে চলছে মৃত্যু

‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকের তোড়া চরিত্রটি করে দারুণ জনপ্রিয়তা পান মধুবনী। এরপরেই ওই সিরিয়ালের অভিনেতা রাজা গোস্বামী অর্থাৎ ওম-এর সঙ্গে রিয়েল লাইফে বিয়ে হয়ে যায় তাঁর। ইতিমধ্যে পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। সেই ছেলের জন্য বিরতি নিয়েছিলেন মধুবনী। এখনই তাঁর অভিনয়ে ফেরার পরিকল্পনা ছিল না। ছেলে কেশবকে নিয়ে ভীষণ ব্যস্ত এই টেলি নায়িকা। অবশেষে রাজি হয়েছেন অভিনয় করতে। শ্যামা-তে তাঁকে দেখা যাবে তারা মায়ের চরিত্রে। এই চরিত্রটি করতে রাজি হবার কারণ জানতে চাইলে তিনি জানান, ‘আমার ছেলে কেশবের বয়স এখন দু’বছর চার মাস। এখনও পুরোপুরি অভিনয়ে ফেরার সময় বা পরিস্থিতি কোনওটাই নেই। কারণ মেগাতে মুখ্য চরিত্র করতে গেলে এখন কুড়ি-পঁচিশ দিন অন্তত শ্যুটিং করতে হয়। আমার পক্ষে সত্যি বলতে কী এখন সেটা সম্ভব নয়। ছেলে এখনও খুবই ছোট। এই চরিত্রটায় মাসে ৮ থেকে ১০ দিনের শ্যুটিং করলেই হবে।’

আরও পড়ুন-ফাইনালে পার্থক্য গড়ে দিতে পারে বিদেশিরাই

এই ধারাবাহিকের গল্পের সঙ্গে জ্যোতিষের একটা যোগ দেখতে পাওয়া যাবে। বিত্তশালী পরিবারের একমাত্র সন্তান জয় বন্দ্যোপাধ্যায়। জয়ের দাদু বকুল বন্দ্যোপাধ্যায় পরিবারের কর্তা। পেশায় প্রভাবশালী জ্যোতিষী। তাঁর ইচ্ছেতেই পরিবারের সবকিছু নির্ধারিত হয়। অপরদিকে সেই এলাকারই দেবী সতীপীঠের প্রধান পুরোহিতের মেয়ে অরিত্রি। সে বেশ সুন্দরী। হঠাৎ একদিন প্রথম দর্শনেই জয় অরিত্রির প্রেমে পড়ে যায়। দুই পরিবার থেকে তাঁদের কুষ্ঠী মেলানো হয়। রাজযোটক মিল দেখে রাজি হয়ে যায় তাঁদের পরিবার। এরপর বিয়েও হয়ে যায় তাঁদের। কিন্তু এত সুন্দরী একটা মেয়েকে বিয়ে করেও জয় ভাল নেই। কিন্তু কেন? জয়ের অতীতে কী ঘটনা লুকিয়ে রয়েছে? জয় আর অরিত্রি কি আদৌ সুখী হতে পারবে? বিয়ের পর ধীরে ধীরে যখন সেই অতীতের যবনিকা উঠবে তখন কী করবে অরিত্রি। অরিত্রি কি তবে কোনও ষড়যন্ত্রের শিকার? ঘনীভূত হবে সেই রহস্য। ‘শ্যামা’ ধারাবাহিক নিয়ে কৌতূহল তৈরি হয়েছে দর্শকমনে।

আরও পড়ুন-যুদ্ধবিমানের জেট ইঞ্জিন বানাতে চায় ভারত-আমেরিকা

ধারাবাহিকে প্রোমো প্রকাশের পর সেখানে দেখা গিয়েছে, জয় আর অরিত্রি বিয়ের পর হানিমুনে গেছে পাহাড়ে। সেখানে এক ভয়ঙ্কর দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনাই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। জয়ের দাদুর শক্তিতে অরিত্রি পায় নতুন জীবন। সে হয় শ্যামা। কিন্তু এত প্রতিবন্ধকতা থেকে বেরবে কী করে সে! ষড়যন্ত্রের জাল ছিঁড়বে কী করে? তাহলে কি ভেঙে তছনছ হয় যাবে তার সংসার? একের পর এক জাল বুনতে থাকা রহস্যের উত্তর খুঁজতে হবে এই ধারাবাহিকের প্রতিটা পর্বেই।

আরও পড়ুন-শিক্ষারত্ন পাচ্ছেন কুলপির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

ধারাবাহিক ‘সোহাগ জল’ শেষ হওয়ার পর আবার নতুন একটি ধারাবাহিকে হানি বাফনাকে দেখা যাবার বিষয়ে একটা কানাঘুষো চলছিলই বেশ কয়েকদিন ধরে। তারপরেই সামনে এল সান বাংলার এই ধারাবাহিকের নাম। হানি বাফনার বিপরীতে রয়েছেন অভিনেত্রী টুম্পা ঘোষ। এর আগে ‘রাগে অনুরাগে’, ‘রাঙিয়ে দিয়ে যাও’, ‘ত্রিশূল’-সহ একাধিক সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে। এদিকে ‘বকুল কথা’ থেকে শুরু তারপর ‘গ্রামের রানি বীণাপাণি’, ‘প্রথমা কাদম্বিনী’, ‘সোহাগ জল’ একাধিক ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন হানি বাফনা। ‘শ্যামা’তে তাঁর চরিত্র প্রসঙ্গে হানি বলেন, ‘চরিত্রটা খুবই ধীর, স্থির, শান্ত। বেশি কথা বলে না, পরিবারের সবাই তাকে বেশ গুরুত্ব দেয়। তবে চরিত্রটা চ্যালেঞ্জিংও। আমি আগে এরকম চরিত্রে অভিনয় করিনি। তাই আমি একটু নার্ভাস। রোজই চরিত্রটা নিয়ে ভাবছি, প্র্যাকটিস করছি। চমক আছে, এটুকু বলতে পারি।’

আরও পড়ুন-সেটে অসুস্থ দেব, নিচ্ছেন চিকিৎসকের পরামর্শ, বন্ধ হচ্ছে না প্রধান ছবির শুটিং

অন্যদিকে, ধারাবাহিকে শ্যামা অর্থাৎ টুম্পার চরিত্রটা একেবারে আলাদা। এই প্রসঙ্গে অভিনেত্রী বললেন, ‘একটা মেগা একটানা করেছি এবং মানুষের অফুরন্ত ভালবাসা আর আশীর্বাদ পেয়েছি। তারপর সেটা যখন শেষ হল আমার মনে হয়েছিল একটা গ্যাপ নিয়ে তারপর আবার ফেরা ভাল। সেটা চরিত্রের জন্যও ভাল, আমার নিজের জন্যও ভাল। ওই গ্যাপে আমি আগের চরিত্র থেকে বেরিয়ে আরেকটা চরিত্রকে গড়ে তোলার জন্য ওয়ার্কশপ করি, অন্য সিনেমা দেখি, নিজেকে তৈরি রাখি সেক্ষেত্রে খুব সুবিধা হয়।’
হানি এবং টুম্পা ছাড়াও এই ধারাবাহিকে জয়ের দাদু বকুলের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, ঠাকুমার চরিত্রে অনুরাধা রায়। জয়ের বাবার চরিত্রে অভিনয় করেছেন ভরত কল এবং মায়ের ভূমিকায় শুচিস্মিতা চৌধুরী।
এ ছাড়া রয়েছেন সায়ক চক্রবর্তী, বোধিসত্ত্ব মজুমদার, সুদীপ্তা ব্যানার্জি প্রমুখ।

Latest article