আদিত্য-এল1 লোয়ার আর্থ অরবিট (LEO) থেকে নিজের যাত্রা শুরু করল। ISRO-এর সবচেয়ে নির্ভরযোগ্য রকেট PSLV-C57 আদিত্য-L1 পৃথিবীর নিম্ন কক্ষপথে উৎক্ষেপণ করল ভারতীয় সময় ঠিক ১১ টা বেজে ৫০ মিনিটে। তিন বা চারটি কক্ষপথে ঘোরার পরে, এটি সরাসরি পৃথিবীর প্রভাব বলয়ের (SOI) বাইরে চলে যাবে। তারপর শুরু হবে ক্রুজ পর্ব।
আরও পড়ুন-পুষ্টির ঘাটতিতে আসে নানা রোগ
আদিত্য L1 সূর্যের বিস্তারিত অধ্যয়নের জন্য সাতটি ভিন্ন পেলোড বহন করছে। এটি লঞ্চের ঠিক ১২৭ দিন পরে তার পয়েন্ট L1 এ পৌঁছাবে। ইসরো জানিয়েছে, মহাকাশযানটিকে সূর্য-পৃথিবীর মধ্যে একটি ‘হ্যালো’ কক্ষপথের ল্যাগরেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্টে স্থাপন করা হবে। প্রায় ১৫ লক্ষ কিলোমিটার ভ্রমণ করে গন্তব্যে পৌঁছবে মহাকাশযানটি।উৎক্ষেপণের পর প্রায় ১৬ দিন পৃথিবীর চারিদিকে পাক খাবে আদিত্য-এল১। এই ১৬ দিনে সূর্যের দিকে পাড়ি দেওয়ার জন্য পাঁচটি ধাপে গতিবেগ বাড়াবে আদিত্য। এর পর ১১০ দিন সূর্যের অভিমুখে যাত্রা করে একটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করবে সেটি। এই ল্যাগরেঞ্জ পয়েন্টে সূর্য এবং পৃথিবীর আকর্ষণ এবং বিকর্ষণ বল একসঙ্গে ক্রিয়াশীল। ফলে এই অঞ্চলে পৌঁছে কৃত্রিম উপগ্রহ স্থির থাকতে পারে। তাই এখান থেকেই চলবে পর্যবেক্ষণ।
আরও পড়ুন-পাকিস্তানের বিরুদ্ধে কোহলির অনিশ্চয়তা
এই মর্মে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস টুইটবার্তায় ইসরোকে শুভেচ্ছা জানিয়েছে। লেখা হয়েছে, ‘চাঁদের পরে, ভারত এবার সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা গর্বিত। আদিত্য L1 সফল লঞ্চের জন্য ইসরোকে অভিনন্দন।’
After the Moon, India takes the leap towards the Sun 🌞
We are beaming with pride!
Congratulations on the successful Aditya L1 launch @isro 🚀#AdityaL1Launch pic.twitter.com/fzWTgwq7kV
— All India Trinamool Congress (@AITCofficial) September 2, 2023