পাকিস্তানের বিরুদ্ধে কোহলির অনিশ্চয়তা

জানা যাচ্ছে, বিরাট নেটে অনুশীলন করার সময় চোট পান। টিম ইন্ডিয়ার পেস বোলার মহম্মদ সিরাজের একটা আচমকা বাউন্সার বিরাটের গায়ে এসে লাগে

Must read

আজ ভারতীয় দল এশিয়া কাপের (Asia Cup) অভিযান শুরু করতে চলেছে। প্রথম ম‍্যাচে ভারতের বিপরীতে রয়েছে পাকিস্তান (Pakistan)। এই ম্যাচে নামার আগে ভারতীয় দলের কপালে চিন্তার ভাঁজ। গতকাল অনুশীলন চলাকালীন চোট পেয়েছেন বিরাট কোহলি। এরপরই পাকিস্তানের বিরুদ্ধে তিনি মাঠে নামছেন কিনা সেই নিয়ে সংশয় তৈরি হয়। চোট গুরুতর না হলেও আজ কোহলি বাইশ গজে পা রাখবেন কিনা সেই নিয়ে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন-বিভিন্ন বয়সি মহিলাদের পুষ্টি

ভারতীয় দলের অন্যতম সেরা ভরসা বিরাট।তবে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে সেই কোহলি এবার চোটের কবলে পড়লেন। যদিও সেই চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে। জানা যাচ্ছে, বিরাট নেটে অনুশীলন করার সময় চোট পান। টিম ইন্ডিয়ার পেস বোলার মহম্মদ সিরাজের একটা আচমকা বাউন্সার বিরাটের গায়ে এসে লাগে। এরপর যদিও থাম্বস আপ দিয়ে বিরাট জানিয়ে দেন তিনি ঠিক আছেন। যদিও এরপর আর নেটে ব্যাট হাতে দেখা যায়নি কিং কোহলিকে। মনে করা হচ্ছে, বিরাটের এই চোট খুব একটা গুরুতর নয়। ম্যাচের আগে তিনি আর কোনও ঝুঁকি নিতে চাননি। আর সেকারণেই তিনি অনুশীলনের মাঝপথে নেট ছেড়ে বেরিয়ে যান। এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও এ ব্যাপারে এখনও কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।ভারতীয় সমর্থকদের আশা ম্যাচে ফিট হয়েই নামবেন বিরাট।

আরও পড়ুন-শ্যামা

এদিকে শনিবার অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে বিরাট। সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার পথে রয়েছেন তিনি। ১৩ হাজার রান থেকে আর একটু দূরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ১০২ রান করলে বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে ১৩ হাজার ওয়ান ডে রানের গণ্ডি ছুঁয়ে ফেলবেন কিং কোহলি। তাঁর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন কেবল সচিন তেন্ডুলকর, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং ও সনৎ জয়সূর্য।

Latest article