প্রতিবেদন: ফের সংবাদ শিরোনামে উঠে এল ডবল ইঞ্জিন সরকার পরিচালিত রাজ্য মধ্যপ্রদেশ। শিবরাজ সিং চৌহানের রাজ্যে এবার চরম হেনস্তার শিকার হলেন এক মহিলা। মধ্যপ্রদেশের সাগরের ঘটনা। আর এমন খবর সামনে আসতেই মুখ পুড়েছে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে। তবে শুধুমাত্র মধ্যপ্রদেশ নয়, বিগত কয়েক মাস ধরে মণিপুর সহ একাধিক ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে মহিলাদের উপর চরম অত্যাচারের ঘটনা সামনে এসেছে। ফের মহিলাদের উপর আক্রমণের ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। আর ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন-সিব্বলকে নিয়ে তাঁর সমস্যা নেই, জানালেন রাহুল
পুলিশ সূত্রে খবর, গত ১২ অগাস্ট মধ্যপ্রদেশের সাগরের একটি দোকানের সামনে চার মাসের সন্তানকে নিয়ে বসে ছিলেন ওই মহিলা। তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন দোকানের মালিক। কিন্তু মহিলা সরতে না চাওয়ায় তাঁর উপর চড়াও হন ওই দোকানের মালিক। তাঁর সঙ্গে শামিল হন আশপাশে থাকা আরও কয়েকজন দোকানিও। এরপরই মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। তবে এদিন কেউই হামলাকারীদের বাধা দেওয়ার এতটুকু আগ্রহ দেখাননি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই সরকারের চূড়ান্ত ব্যর্থতা ঢাকতে হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে তৎপর হয় পুলিশ।
আরও পড়ুন-মেয়েদের পুষ্টি ও ক্লান্তি
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মহিলাকে রাস্তায় ফেলে হিড়হিড় করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ছেড়ে দেওয়ার জন্য বারবার কাকুতিমিনতি করলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে আরও বেশ কয়েকজন এসে মহিলার উপর চড়াও হন। তাঁর মুখে লাথি মারার পাশাপাশি রড দিয়েও মহিলাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর তিনি যন্ত্রণায় কাতর হয়ে উঠলেও মেলেনি রেহাই। তাঁকে আবারও সজোরে চড় মারার ছবি সামনে আসে। তবে এদিন মহিলাকে যখন বেধড়ক মারধর করা হচ্ছিল, কয়েক হাত দূরেই অসহায়ভাবে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল তাঁরই চার মাসের সন্তান। সেই দুধের শিশুটির দিকে কারও নজর ছিল না। উল্টে মহিলাকে মারধর করতে সকলেই ব্যস্ত হয়ে পড়েছিলেন। মর্মান্তিক ঘটনার ভিডিওটি মোবাইলবন্দি করেন অনেকেই। পরে ঘটনাস্থল চিহ্নিত করে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করেছে সাগর থানার পুলিশ।