সিব্বলকে নিয়ে তাঁর সমস্যা নেই, জানালেন রাহুল

জানা গিয়েছে, কপিল সিব্বল এদিনের বৈঠকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত ছিলেন না। তাই তাঁর উপস্থিতিতে একাধিক কংগ্রেস নেতা অসন্তুষ্ট হন।

Must read

প্রতিবেদন: বিজেপি বিরোধী লড়াইয়ে ইন্ডিয়া জোটের পক্ষে যে কেউ আসতে পারেন। ব্যক্তিগতভাবে তাঁর কোনও সমস্যা নেই। শুক্রবার মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে কপিল সিব্বলের উপস্থিতি প্রসঙ্গে বোঝালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন বিরোধী জোটের বৈঠকে হঠাৎ হাজির হন প্রায় এক বছর আগে কংগ্রেস ছেড়ে যাওয়া আইনজীবী নেতা কপিল সিব্বল।

আরও পড়ুন-মেয়েদের পুষ্টি ও ক্লান্তি

মনমোহন সিং-এর জমানায় সিব্বল ছিলেন আইনমন্ত্রী। সামলেছেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকও। পরবর্তীকালে রাহুল গান্ধীর নেতৃত্বে আপত্তি তুলে কংগ্রেস ত্যাগ করেন। বর্তমানে সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভা সাংসদ। ফলে কপিল সিব্বলকে নিয়ে কংগ্রেসে রাহুল ঘনিষ্ঠ নেতাদের স্বাভাবিক অ্যালার্জি আছে। তাই মুম্বইয়ের বৈঠকে কপিল সিব্বল উপস্থিত হতেই আপত্তি তোলেন রাহুল ঘনিষ্ঠ কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল সহ দলের অনেকে। কিন্তু খোদ রাহুল জানান, সিব্বলকে নিয়ে তাঁর কোনও সমস্যা নেই।

আরও পড়ুন-‘কর্মসংস্থান ও পানীয় জলই পাখির চোখ’ পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো

জানা গিয়েছে, কপিল সিব্বল এদিনের বৈঠকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রিত ছিলেন না। তাই তাঁর উপস্থিতিতে একাধিক কংগ্রেস নেতা অসন্তুষ্ট হন। কিছু নেতা ফটোসেশন পর্বে তাঁর উপস্থিতি ঘিরে অসন্তোষও প্রকাশ করেন। উল্লেখ্য, ২০২২-এর ১৬ মে কার্যত বিদ্রোহ ঘোষণা করে কংগ্রেস ত্যাগ করেন তিনি। যদিও সিব্বল বরাবরই কট্টর বিজেপি বিরোধী অবস্থান নিয়েই চলেন। কিছুদিন আগে সংসদে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে উপস্থিত হয়ে তাঁকে সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলতেও দেখা যায়।

Latest article