কলকাতায় (Kolkata) বাজ পড়ে মৃত্যু হল কৌশিক কর (২৪) নামে এক যুবকের ৷ রিজেন্ট পার্ক (Regent Park) এলাকার দক্ষিণ আনন্দ পল্লিতে এই ঘটনা ঘটে ৷ বৃষ্টির মধ্যে বেলা সাড়ে বারোটা নাগাদ জিম করে বাড়ি ফিরে কৌশিক বাড়ির ছাদে উঠেছিলেন৷ বৃষ্টির সঙ্গে তখন বজ্রপাতও হচ্ছিল সেই সময়ে৷ অস্বস্তিকর গরমের জন্য তিনি ছাদে গিয়েছিলেন বলে পরিবার সূত্রে খবর৷ আচমকা বাজ পড়ে আহত হন তিনি৷
আরও পড়ুন-৮৫ বছর বয়সী মহিলাকে ধর্ষণ দিল্লিতে, ব্লেড দিয়ে কাটা হল ঠোঁট, গ্রেফতার যুবক
খুব তাড়াতাড়ি তাঁকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে শেষ রক্ষা হয়নি৷ আজ দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়৷ তার সঙ্গে বাজ পড়তে থাকে ৷ আবহাওয়া দফতর থেকে গতকাল কলকাতায় বজ্রপাত সহ বৃষ্টির সতর্কতা জারি করে দেওয়া হয়েছিল ৷
আরও পড়ুন-জগাছায় বামেদের দায়ের করা পুনর্নির্বাচনের দাবির মামলা খারিজ
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো শনিবার দুপুর থেকে শহরে শুরু হল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। ভারী বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণের দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের মতো একাধিক জেলা। কয়েকটি জায়গা থেকে বজ্রপাতের খবর এসেছে। তবে বৃষ্টি হলেও গরমের হাত থেকে সেভাবে রেহাই মিলছে না বলেই খবর।