জগাছায় বামেদের দায়ের করা পুনর্নির্বাচনের দাবির মামলা খারিজ

আদালতে দায়ের হওয়া প্রথম মামলাটির এই পরিণতি হওয়ায় বিরোধীরা একটু হলেও দমে গিয়েছে বলেই মনে করছে রাজনীনৈতিক মহল।

Must read

কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt) বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha) পঞ্চায়েত ভোটে (Panchayat election) কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবিতে দায়ের করা প্রথম মামলাটি খারিজ করে দিলেন । শনিবার বিশেষ শুনানিতে ওই দিন গণনাকেন্দ্রের ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখা হয় এবং এরপরেই তিনি এই সিদ্ধান্ত নেন। সবদিক পর্যবেক্ষন করে বিচারপতি বলেন, ভিডিয়ো ফুটেজ দেখে এমন কিছু মনে হচ্ছে না যাতে পুনর্নির্বাচন করাতে হবে।

আরও পড়ুন-ছত্তিশগড়ে গণধর্ষণের শিকার ২ বোন , গ্রেফতার বিজেপি নেতার ছেলে

বালির জগাছায় গণনাকেন্দ্র থেকে ব্যালট চুরির মামলা করা হয়। বিচারপতি অমৃতা সিনহা এই ঘটনার ভিডিয়ো ফুটেজ দেখতে চেয়েছিলেন। শনিবার মামলার বিশেষ শুনানি হয়। বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখেন বিচারপতি। তিনি বলেন, ফুটেজ দেখে এটা স্পষ্ট যে লুকিয়ে কিছু একটা হচ্ছে। তবে তার থেকে বেশি কিছু বোঝা যাচ্ছে না। বেলা ১১টা ২০ মিনিট নাগাদ সেখানে কিছু লোকজন জমায়েত করেছে। কিন্তু এর ভিত্তিতে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া যায় না। অবশেষে, সিপিএম প্রার্থী দেবপ্রসাদ ভৌমিকের দায়ের করা মামলা খারিজ হয়ে যায়।

আরও পড়ুন-‘দুই দলই খুব শক্তিশালী’ ভারত-পাক মহারণ নিয়ে আর কী বললেন মহারাজ?

পঞ্চায়েত ভোটের গণনার দিন জগাছার ওই গণনাকেন্দ্রের বাইরে ব্যালট উদ্ধার হওয়ায় কারচুপির অভিযোগ তুলে সিপিএম কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। আদালতে দায়ের হওয়া প্রথম মামলাটির এই পরিণতি হওয়ায় বিরোধীরা একটু হলেও দমে গিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Latest article