‘দুই দলই খুব শক্তিশালী’ ভারত-পাক মহারণ নিয়ে আর কী বললেন মহারাজ?

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হবে এশিয়া কাপের হাইভোল্টেজ ম‍্যাচ। আজ এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি ভারত।

Must read

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হবে এশিয়া কাপের হাইভোল্টেজ ম‍্যাচ। আজ এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি ভারত। শনিবারের এই মহারণের আগে এই ম্যাচ নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন-জল্পনায় দাঁড়ি টেনে প্রকাশ্যে সৌরভের বায়োপিকের মুখ্য অভিনেতার নাম

ভারত-পাক ম‍্যাচ নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”দুই দলই খুব শক্তিশালী। ভারতের যেমন রোহিত শর্মা, বিরাট কোহলি রয়েছেন তেমনি পাকিস্তানের বাবর আজমও কিন্তু দারুণ ফর্মে। ফলে লড়াই বেশ কঠিন হবে।” যদিও এশিয়া কাপের এই মহারণে ভারতীয় দলকেই এগিয়ে রাখছেন বাংলার মহারাজ। তিনি বলেন, “এশিয়া কাপে বারেবারেই ভারত বেশ ভালো খেলে। সেই জন্যই এই ম্যাচে রোহিতরা এগিয়ে। যদিও, খাতায় কলমে বিচার করে এই ম্যাচ কেমন হবে তা বলা যায় না। ম্যাচের দিন যারা ভালো খেলবে তারাই জিতবে।”

আরও পড়ুন-এক দেশ, এক নির্বাচন তড়িঘড়ি চাপিয়ে দিতে কমিটি গঠন কেন্দ্রের

চার নম্বরে কে ব্যাট করবেন তা নিয়ে বেশ বিতর্ক হচ্ছে ভারতীয় ক্রিকেটে। ক্যাপ্টেন রোহিত শর্মা নিজেই এই বিতর্ক উস্কে দিয়েছেন। যদিও সৌরভ মনে করেন, চিন্তার কারণ নেই। তিনি বলেন, “চার নম্বরের জন্য অনেক বিকল্প রয়েছে। এটা রোহিত, আর দ্রাবিড় ঠিক করবে। আমি দলের সঙ্গে নেই তাই এই ব্যাপারে কিছু বলব না।”

আরও পড়ুন-৪ মাসের শিশু রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, মাকে ঘিরে ধরে হেনস্তা, ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের কুৎসিত ছবি

এদিকে চোট কাটিয়ে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন যশপ্রীত বুমরাহ। তাঁর আগুন ঝরানো বোলিং ভারত-পাকিস্তান ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করছেন মহারাজ। এশিয়া কপের আগে আয়ারল্যান্ড সফরে তাঁর নেতৃত্বেই জয় পেয়েছে ভারতীয় দল। এই নিয়ে সৌরভ বলেন, “বুমরাহর বোলিং দেখার জন্য মুখিয়ে রয়েছি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরেই দারুণ বল করেছে।” সবশেষে ভারতীয় দলকে ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শই দিচ্ছেন সৌরভ। নিজেও মনে করেন, ভারতীয় দল ভয়ডরহীন ক্রিকেট খেললে সাফল্য পেতে পারে।

Latest article