বোমা লুকানো রয়েছে, তিনদিনের মধ্যে ফের হুমকি মেইল পেল কলকাতা বিমানবন্দর

Must read

আবারও হুমকি মেইল পেল কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) কর্তৃপক্ষ। তিনদিনের মধ্যে এই নিয়ে দু’বার বোমাতঙ্ক ছড়িয়ে হুমকি মেইল এল কলকাতা বিমানবন্দরের কাছে। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হুমকি মেইলটি আসে। তাতে লেখা, কলকাতা বিমানবন্দরের বোমা লুকিয়ে রাখা রয়েছে। যে কোনও সময়ে উড়িয়ে দেওয়া হবে বিমানবন্দরটি।

আরও পড়ুন-পরীক্ষা ভালো হয়নি: দুর্গাপুর এনআইটি-র ছাত্রের মৃত্যু ঘিরে বিক্ষোভ

মেইল পাওয়ার কিছুক্ষণের মধ্যে নিরাপত্তা চূড়ান্ত করা হয়েছে। বহুগুণ বেড়েছে যাত্রীদের তল্লাশি। স্নিফার ডগ নিয়ে চিরুনি তল্লাশিতে নেমেছেন বিমানবন্দরের (Kolkata Airport) নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা। ইতিমধ্যেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছে বম্বস্কোয়ার। খবর পেয়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই এয়ারপোর্ট থানায় এফআইআর দায়ের করেছে। বিমান ওঠানামায় কোনও সমস্যা তৈরি হয়নি, স্বাভাবিকভাবেই চলছে। গত শুক্রবারও হুমকি মেইল পেয়েছিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

Latest article