বিরাটকে এবার আরও সাহসী দেখাবে: আক্রম

Must read

মুম্বই, ২২ অক্টোবর : বিরাট কোহলি কেন টি-২০ ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তা বেশ বুঝতে পারছেন ওয়াসিম আক্রম। তিনি মনে করেন, চাপ-মুক্ত বিরাট এরপর আরও ভয়ডরহীন ক্রিকেট খেলবেন। আক্রম জানান, ভারতের মতো দলের হয়ে তিনটি ফরম্যাটেই নেতৃত্ব দেওয়া বেশ কঠিন। বিরাট অতঃপর খোলা মনে খেলতে পারবেন। এতে আরও বিপজ্জনক ব্যাটসম্যান দেখাবে তাঁকে। তবে আক্রমের সঙ্গে পুরোপুরি একমত হতে পারেননি সুনীল গাভাসকর। তিনি মনে করেন, নেতৃত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারটা বিরাটের ব্যাটিংয়ে প্রভাব ফেলবে না। কারণ, এটা তাঁর নিজের সিদ্ধান্ত। তবে অন্য কেউ নেতৃত্ব দিলে বিরাট এরপর খোলামনে তাঁর নিজের শট খেলতে পারবেন।

আক্রম বলেছেন, তিনি বিরাটের সিদ্ধান্তে অবাক হয়েছেন। কিন্তু এটাও বুঝেছেন যে, তিন ফরম্যাটের ক্রিকেটের এই চাপ নেওয়া বেশ কঠিন। এরসঙ্গে আবার যুক্ত হয়েছে আইপিএল। ‘‘আইপিএল হল চতুর্থ ফরম্যাট। যার চাপ প্রচুর। আইপিএলে ফ্র্যাঞ্চাইজির কাছে দায়বদ্ধতার ব্যাপার থাকে। ফ্র্যাঞ্চাইজি কর্তা জানতে চাইতে পারে, কেন হারলে? কারণ ব্যাখ্যা কর।

আরও পড়ুন : দলের কর্মসূচি, গোয়া যাচ্ছেন বাবুল

এটা ওরা বলতেই পারে, যেহেতু ফ্র্যাঞ্চাইজি অনেক টাকা লগ্নি করে বসে আছে। আমার মনে হয় বিরাটের এবার টি-২০ ক্রিকেট উপভোগ করার সময় এসেছে। ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার পর ওকে আরও বিপজ্জনক খেলোয়াড় দেখাতে পারে।” বক্তব্য প্রাক্তন বাঁ হাতির।

এদিকে, সুনীল গাভাসকর বলেছেন, টি-২০ ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দেওয়ার প্রভাব বিরাটের ব্যাটিংয়ে পড়বে না। ‘‘ও নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় বিরাটের মতো কাউকে নেতৃত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারটা বলা কঠিন ছিল। মনে হয় বিরাট এটাই ভেবেছিল যে, এবার কাউকে নেতৃত্ব ছেড়ে দেওয়া দরকার। যাতে ও নিজের শট খেলতে পারে। তাই যদি হয়, তাহলে বিরাটকে থামানো কঠিন। কারণ, অধিনায়ক হলে শুধু নিজের নয়, দলের অন্যদের কথাও ভাবতে হয়। তাদের ফর্মের খোঁজ রাখতে হয়। পাশে দাঁড়াতে হয়।” বলেছেন গাভাসকর।

Latest article