টস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, দাবি রাহানের

Must read

মুম্বই, ২২ অক্টোবর : টস একটা বড় ফ্যাক্টর হতে পারে টি-২০ বিশ্বকাপে। কারণ, রাতের শিশির সমস্যায় ফেলতে পারে সব দলকে। বললেন অজিঙ্ক রাহানে। তিনি বলেছেন, সদ্য শেষ হওয়া আইপিএলে শিশির সমস্যায় ফেলেছিল ফ্র্যাঞ্চাইজি দলগুলিকে। সুতরাং একই জিনিস বিশ্বকাপেও ঘটতে পারে।

রাহানে বলেছেন, শিশিরের সমস্যা প্রথমদিকে ততটা টের পাওয়া যায় না। এটা বোঝা যায় পরের দিকে। যখন আবহাওয়া বদলাতে থাকে। বিশেষ করে শারজাতে টস একটা বড় ভূমিকা নেয়। ‘‘মরুদেশের উইকেট একটু স্লো। বল তাতে থমকে আসে। এতে ব্যাটসম্যানরা রান তুলতে গিয়ে সমস্যায় পড়ে। তাই এই শিশিরের জন্য টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় মরুদেশে।”

আরও পড়ুন : বিরাটকে এবার আরও সাহসী দেখাবে: আক্রম

ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক আরও জানিয়েছেন, ‘‘ভারতীয় দলের জন্য সব বিশ্বকাপই গুরুত্বপূর্ণ। প্লেয়ারদের কাছে এটাই আসল ব্যাপার যে আমাদের দল কত ভাল করল। আমরা ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ও আইসিসি টুর্নামেন্টে ভাল করার জন্য গর্ব করতে পারি।” রাহানে জানান, বিশ্বকাপ জেতা সবার জন্য স্বপ্ন। না জিততে পারলে হতাশা জাগে। এই বিশ্বকাপেও তিনি নিশ্চিত, বিরাট কোহলির দল কাপ জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করবে।
রাহানের হিসাবে শেষ চারে যেতে পারে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ইংল্যান্ড। তিনি মনে করেন, মাঠের বাইরে কে কী বলল, তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই ভারতীয় দলের। এছাড়া বরুণ চক্রবর্তীকে বিশ্বকাপে তিনি এক্স ফ্যাক্টর বলে মনে করেন না। রাহানের কথায়, ‘‘বরুণ আইপিএলে ভাল বল করেছে। তবে বিশ্বকাপ হল আলাদা ব্যাপার। তাছাড়া এক্স ফ্যাক্টর বা এরকম কিছু বললে সেটা বরুণের জন্য বাড়তি চাপ হয়ে যাবে। সেটা ঠিক নয়।”

Latest article