প্রতিবেদন : ছাত্রকে লটারির টিকিট বিক্রি করার জন্য প্রতিনিয়ত চাপ। মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্র। দার্জিলিঙের ঘটনা। এই ঘটনায় অভিযুক্ত ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতে দার্জিলিঙ সদর থানার পুলিশ প্রধান শিক্ষক গগেন্দ্র গুরুংকে গ্রেফতার করেছে। অভিযোগ, অগাস্টের শেষ দিক থেকে স্কুলের তরফ থেকে পড়ুয়াদের চারপাতার লটারি টিকিট দেওয়া হত।
আরও পড়ুন-তুঘলকি পদক্ষেপ রাজ্যপালের, ক্ষুব্ধ রাজ্য
টিকিট বিক্রি করে সেই টাকা দিতে হত প্রধান শিক্ষককে। আত্মঘাতী ছাত্র চারটি টিকিট বিক্রি করতে পারেনি। দুটি টিকিট বিক্রি করে ৮০০ টাকা স্কুলে দিতে যায় ছাত্রটি। বাকি দুটি টিকিট ফেরত নেওয়ার আবেদন জানায়। কিন্তু প্রধানশিক্ষক সেই টিকিট ফেরত না নিয়ে যেমন করেই হোক বিক্রি করে টাকা দিতে চাপ দেন বলে অভিযোগ। ছাত্রটি না পারলে তাকে দিনের পর দিন মানসিক নির্যাতন করা হত। সহ্য করতে না পেরে স্কুলের পোশাক পরেই আত্মঘাতী হয় ওই পড়ুয়া।
আরও পড়ুন-বিজেপিতে ধস, প্রাক্তন জেলা সভাপতি যোগ দিলেন তৃণমূলে
ঘটনার পরই স্কুলের সামনে বিক্ষোভ দেখায় মৃত ছাত্রের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। গ্রেফতার হয় প্রধান শিক্ষক। দার্জিলিঙের জেলাশাসক এস পুন্নবালম বলেন, প্রশাসন এই ঘটনায় কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।