বিজেপিতে ধস, প্রাক্তন জেলা সভাপতি যোগ দিলেন তৃণমূলে

তথাকথিত বিজেপির এলাকাতেই বিজেপিতে বড়সড় ধস নামল।

Must read

প্রতিবেদন : তথাকথিত বিজেপির এলাকাতেই বিজেপিতে বড়সড় ধস নামল। জলপাইগুড়ির প্রাক্তন বিজেপি সভাপতি অনুগামীদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চেই যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আর তৃণমূলে যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। বাংলার উন্নয়নে বাধা, গোষ্ঠীবাজি, তোলাবাজি, সমন্বয়ের অভাব— এরকম একাধিক অভিযোগ করেছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দীপেন্দ্রনাথ প্রামাণিক। দীপেন্দ্রনাথ প্রামাণিক দীর্ঘদিন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন।

আরও পড়ুন-যাদবপুরে রেজিস্ট্রারের ভিআরএস নাটক

এ-ছাড়াও বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। শনিবার ধূপগুড়ি উপনির্বাচন উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। সেই সভাতেই দীপেন্দ্রনাথ প্রামাণিক যোগ দিয়ে বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়নে শামিল হতেই তিনি তৃণমূলে যোগদান করেন। তাঁর কথায়, রাজ্যের মা-মাটি-মানুষ সরকারের বেশ ভাল কর্মকাণ্ড। আরও বেশি করে মানুষ যাতে এই সরকারকে এবং তৃণমূলকে আশীর্বাদ করে এর জন্য তিনিও মানুষের কাছে যাবেন।

Latest article