প্রতিবেদন : ত্রিপুরায় পুরনির্বাচনের দিন ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আগরতলা পুর নিগম, ১৩ টি পুর পরিষদ ও ৬টি নগর পঞ্চায়েতের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করল ত্রিপুরার নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশন জানায়, আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট হবে। গণনা হবে ২৮ নভেম্বর। চলতি মাসের ২৭ তারিখ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন। এরপরেই মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। মনেনয়ন জমা দেওয়ার শেষ দিন ৩ নভেম্বর। স্ক্রুটিনি হবে ৫ নভেম্বর। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ ৮ নভেম্বর বেলা ৩ টে পর্যন্ত৷ কমিশন জানিয়েছে, ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট হবে সকাল ৭টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত।
নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ায় খুশি ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব। এদিন ত্রিপুরার জন্য তৃণমূল কর্মসূচিতে দিনভর ব্যস্ত ছিলেন সুবল ভৌমিক, আশিসলাল সিং, সাংসদ সুস্মিতা দেব সহ দলের স্টিয়ারিং কমিটির সদস্যরা। এই কর্মসূচি করতে গিয়ে বিজেপির বর্বরোচিত হামলার মুখে পড়েন তাঁরা।
আরও পড়ুন : আমেদাবাদ ও লখনউ এগিয়ে, আইপিএল দৌড়ে রণবীর-দীপিকাও
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় পুজোর আগেই ত্রিপুরার তৃনমুল নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জানিয়ছিলেন, ত্রিপুরার পুরভোটে লড়বে তৃণমূল কংগ্রেস। নভেম্বরেই ত্রিপুরা যাবেন অভিষেক বন্দোপাধ্যায়। ত্রিপুরায় দলের স্টিয়ারিং কমিটির নেতারা বলছেন পুরভোটের জন্য একটি সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করে তাঁরা দলের শীর্ষ নেতৃত্বের কাছে পাঠাবেন। এরপর দল সেই তালিকায় সিলমোহর দিলে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
নভেম্বরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ত্রিপুরায় এলে তাঁর নির্দেশ মতোই পুরনির্বাচনের প্রচার ও নির্বাচনী রণকৌশল তৈরি করা হবে।